ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬   মাঘ ৬ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোহিতের বিধ্বংসী ইনিংসে বীরভূমকে উড়িয়ে ফাইনালে SSK POLYMAR

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬ ০৯ ০৯ ১২   আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ০৯ ০৯ ১২

সামশেরগঞ্জ কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দর্শকদের রোমাঞ্চের চূড়ায় পৌঁছে দেয় SSK POLYMAR মুর্শিদাবাদ বনাম বীরভূমের লড়াই। পুঠিমারী ফিডার ক্যানেল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ কার্যত জমজমাট হয়ে ওঠে শুরু থেকেই।টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বীরভূম। পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও ব্যাটিংয়ে আক্রমণাত্মক ছন্দ বজায় রাখে তারা। ৫.২ ওভারে বীরভূমের রান দাঁড়ায় ৫২। দলের হয়ে দুর্ধর্ষ ইনিংস খেলেন সানি শচীন। তিনি ৩৫ বলে ৫২ রান করে দলের স্কোর এগিয়ে নিয়ে যান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বীরভূম তোলে ১৭৭ রান। SSK POLYMAR ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকে SSK POLYMAR। ওপেনার বিবেক ও রোহিতের দুর্দান্ত জুটিতে পাওয়ার প্লের মধ্যেই ম্যাচ কার্যত একতরফা হয়ে যায়। মাত্র ৯.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে দলের রান পৌঁছে যায় ১২১-এ। বিবেক ২৯ বলে ঝকঝকে ৫১ রান করেন, অন্যদিকে রোহিত মাত্র ৩২ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁদের ঝড়ো ব্যাটিংয়ের দৌলতে ১৭.৩ ওভারেই ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে নেয় SSK POLYMAR এবং অনায়াস জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে।।এই ম্যাচে অসাধারপারফরম্যান্সের জন্য SSK POLYMAR-এর ব্যাটার রোহিতকে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে পুরস্কৃত করা হয়।খেলা শেষে SSK POLYMAR-এর টিম ম্যানেজমেন্ট জানান, দলের প্লেয়াররা শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগও ছিল যথেষ্ট কার্যকর। মাঠে উপস্থিত বিপুল সংখ্যক দর্শকের উৎসাহ ও সমর্থনে খেলোয়াড়রা আরও উজ্জীবিত হয়ে ওঠেন বলেও জানান তাঁরা।আগামী ১৮ জানুয়ারি সামশেরগঞ্জ কাপের ফাইনালে মুখোমুখি হবে মুর্শিদাবাদ বনাম পাঁকুড়। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর