ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

—এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে পঞ্চায়েত প্রতিনিধি ও সদস্যরা।

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ৫৩   আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ৫৩

ফরাক্কা :মুর্শিদাবাদ

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত স্তরে SIR শুনানি করার দাবিতে বিক্ষোভে শামিল হলেন ফারাক্কা ব্লকের মহেশপুর অঞ্চলের ভোটাররা। বুধবার দুপুরে মহেশপুর এলাকার শিবতলা, মহেশপুর, মুস্কিনগর ভোটারদের SIR হেয়ারিং নোটিস দেওয়া হয়েছিল, তাঁরাই এই প্রতিবাদে অংশ নেন।বিক্ষোভকারীদের অভিযোগ, হাজার হাজার ভোটারকে বিডিও অফিসে ডেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পঞ্চায়েত স্তরেই এই শুনানি হওয়া উচিত।এদিন বিক্ষোভ চলাকালীন দফায় দফায় স্লোগান ওঠে। পাশাপাশি কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাধারণ মানুষকে অযথা হয়রানির অভিযোগ তোলেন ভোটাররা। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি পঞ্চায়েত স্তরে ভোটারদের হেয়ারিংয়ের ব্যবস্থা না করা হয়, তাহলে তাঁরা পথ অবরোধে নামবেন।তাঁদের আরও বক্তব্য, পঞ্চায়েতে SIR শুনানি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এদিন কয়েকশো ভোটার এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন অন্যেদিকেএসআইআর সংক্রান্ত নোটিশ পঞ্চায়েত অফিসে পৌঁছালেও শুনানি কেন ব্লক ডেভেলপমেন্ট অফিস (বিডিও অফিসে) নেওয়া হচ্ছে—এই প্রশ্ন তুলে সরব হন মহেশপুর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল বারি তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত স্তরেই শুনানি হওয়ার কথা থাকলেও বাস্তবে সাধারণ মানুষকে দূরবর্তী বিডিও অফিসে ডেকে চরম ভোগান্তির মুখে ফেলা হচ্ছে।পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলামও জানান, গ্রামের বহু বয়স্ক মানুষ, মহিলা ও দিনমজুর ভোটারদের পক্ষে বিডিও অফিসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো অত্যন্ত কষ্টসাধ্য। অথচ নোটিশ যেহেতু পঞ্চায়েতে আসছে, সেক্ষেত্রে পঞ্চায়েত ভবনেই শুনানি হলে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমত।প্রধানের প্রতিনিধি বলেন, “এটা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে হয়রানী । পঞ্চায়েতই যখন প্রশাসনের সবচেয়ে কাছের স্তর, তখন শুনানি পঞ্চায়েতেই হওয়া উচিত। আমরা এই বিষয়ে বিডিও-সহ ঊর্ধ্বতন প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি।”স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই পরিবারের একাধিক সদস্যকে আলাদা আলাদা দিনে ডাকা হচ্ছে, ফলে কাজ ছেড়ে বারবার অফিসে যেতে বাধ্য হচ্ছেন তাঁরা। পঞ্চায়েতের পক্ষ থেকে স্পষ্ট দাবি তোলা হয়েছে—এসআইআর সংক্রান্ত সমস্ত শুনানি অবিলম্বে পঞ্চায়েত স্তরে করার ব্যবস্থা নিতে হবে, যাতে সাধারণ মানুষ আর হয়রানির শিকার না হন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর