ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

গাছের আড়ালে গোপন ডেরা! কিশ্তওয়ারে জইশ বাঙ্কার ঘিরে চাঞ্চল্য

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ৪২   আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ৪২

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে পাহাড়ি জঙ্গলের গভীরে গাছের আড়ালে তৈরি একটি গোপন বাঙ্কারের হদিস পেল ভারতীয় সেনা। প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় উদ্ধার হওয়া ওই বাঙ্কারটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে সহজে চিহ্নিত করা না যায় এবং বিপরীত দিক থেকে হামলা হলেও তা প্রতিহত করা সম্ভব হয়। এই ধরনের বাঙ্কারের সন্ধান পেয়ে নিরাপত্তাবাহিনীও কার্যত স্তম্ভিত।

সেনা সূত্রে খবর, বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ প্যাকেট ম্যাগি, চাল, প্রচুর কাঁচা সব্জি, রান্নার সামগ্রী এবং শুকনো কাঠ। উদ্ধার হওয়া রসদের পরিমাণ দেখে অনুমান করা হচ্ছে, দীর্ঘদিন ধরেই জঙ্গিরা ওই ডেরায় লুকিয়ে ছিল এবং কয়েক মাসের খাবার মজুত করে রাখা হয়েছিল। দুর্গম এলাকায় এই ধরনের বাঙ্কার তৈরি ও রসদ জোগাড় স্থানীয় সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলেই মনে করছেন তদন্তকারীরা।

এই ঘটনায় জঙ্গিদের সাহায্য করার সন্দেহে ইতিমধ্যেই চার জন স্থানীয়কে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আরও কেউ এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, কিশ্তওয়ারে গত কয়েক দিন ধরে জঙ্গিদমন অভিযান চলছে। এর আগে জঙ্গিদের ছোড়া গ্রেনেড হামলায় সাত জওয়ান জখম হন। পরে এক জওয়ানের মৃত্যু হয়। এখনও দুই জইশ জঙ্গি—সইফুল্লা ও আদিল—পলাতক।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে কিশ্তওয়ারে ‘অপারেশন ট্র্যাশ-১’-এর আওতায় জঙ্গি দমন অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর