ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২২ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯ ০৭ ০৭ ৫৬  

গৃহস্ত বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির গৃহস্ত বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মালঞ্চপল্লী এলাকার নেতাজি কলোনি এলাকায়।ওই গৃহস্থের বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধার করলেন সর্প বিশারদ নিতাই হালদার।  বৃহস্পতিবার রাতে জনৈক বাসিন্দা নারায়ণ হালদারের বাড়িতে ওই বিষধর সাপটি ঢুকে পড়ে।  বাড়ির একটি পরিত্যক্ত জায়গায় সাপ ঢুকে পড়া নিয়ে পরিবারের লোকেদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।  রাতভর বাড়ির লোকেরা বাইরে কাটান।  বিষধর সাপের আতঙ্কের খবর দেওয়া হয় মালদার সর্প বিশারদ নিতাই হালদারকে।  

শুক্রবার সকালে নিতাইবাবু মালঞ্চপল্লী এলাকার নারায়ন হালদারের বাড়িতে আসেন এবং পরিত্যক্ত জায়গা থেকে ওই বিষধর সাপটিকে উদ্ধার করা হয়।নিতাই হালদার বলেন,  প্রায় সাড়ে তিন থেকে চার ফুটের সাপটি গোখরো জাতের । এই সাপের বিষ মারাত্মক।  তবে নারায়ণ হালদারের পরিবার সাপটিকে  দেখতে পেয়ে না মেরে আমাকে খবর দিয়েছে । এটা খুব ভালো বিষয় । কারণ মানুষ সচেতন হচ্ছেন।  অনেকে সাপ দেখলেই আতঙ্কে মেরে ফেলে।  কিন্তু সাপ মারা মোটেই উচিত নয়।  এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়।  এদিকে ওই বিষধর সাপটিকে উদ্ধার করার পর সেটিকে মালদা বনদপ্তর হাতে তুলে দেওয়া হয়েছে । বনদপ্তর সাপটিকে আদিনা ফরেস্টে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানিয়েছে। ‌

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর