ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

পাঁচগ্রামকাগজকল পুনরুজ্জীবিত করাে আওয়াজতুলার প্রস্তুতি কংগ্রেসের

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০ ২০ ০৮ ৪৪  

সােমবার কাগজকলের মেন গেটে কংগ্রেসের ডাকে অবস্থান ধর্মঘট সফল করে তুলতে জোর প্রস্তুতি ইতিমধ্যেই কাগজকলের প্রবেশপথে মাটি ভরাট করে বিশাল প্যান্ডেল তৈরির কাজ চলেছে । শনিবার জেলা ও রাজ্য । স্তরের নেতারা কাগজকলের মেন গেটে উপস্থিত হয়ে প্যান্ডেল তৈরির কাজ পরিদর্শন করেন । এছাড়া অবস্থান ধর্মঘট সফল করে তুলতে স্থানীয় বিশিষ্ট নাগরিক , ব্যবসায়ী , শ্রমিক ও বুদ্ধিজীবী মহলের সঙ্গে মতবিনিময় করেন কংগ্রেস নেতৃবৃন্দ । সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রাক্তন সম্পাদক তথা বর্তমান অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী দাইওয়ান হুসেইন এদিন পাঁচগ্রামে উপস্থিত হয়ে সােমবারের প্রস্তাবিত অবস্থান ধর্মঘটকে সামনে রেখে ‘ পাঁচগ্রাম চলাে , কাগজকল পুনরুজ্জীবিত করাে ’ অভিযানের ডাক দিয়েছেন । এই স্লোগানে বরাকের বিভিন্ন স্থানে আওয়াজ তুলেছেন দাইওয়ান হুসেইন সহ জেলা কংগ্রেস নেতৃবৃন্দ । তাঁরা মিলের শ্রমিক , মিল শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন । সােমবারের কাগজল চত্বরে আয়ােজিত অবস্থান ধর্মঘটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন , শ্রমিক ইউনিয়ন , মিল শুভাকাঙ্ক্ষী , ঠিকাদার ও বুদ্ধিজীবী মহলকে সামিল হতে আহ্বান জানানাে হয়েছে । অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের দলীয় পর্যবেক্ষক গজেন্দ্রপ্রসাদ উপমুন্য , জেলা কংগ্রেস সভাপতি জয়নাল আহমদ লস্কর , অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর , লুৎফুর রহমান , নাজমুল ইসলাম প্রমুখ ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর