ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯ ১৪ ০২ ৩০   আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ১৪ ০২ ৩০

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর


অসম প্রতিনিধি

এআই ইউডিএফ দলের প্রধান সাংসদ মওলানা  বদরুদ্দিন আজমল সাহেব  সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে। উনার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত সভা ।  সভায় সভাপতিত্ব করেন আপ্তাব উদ্দিন বড়ভূইয়া।  আলগাপুরের ঐতিহিসিক কাপনারপারের পীর সাহেব বাড়ীতে। জমিয়ত উলামা ই হিন্দের আলগাপুর মন্ডলের আয়োজিত মোনাজাত সভায় সাংসদ বদরুদ্দিন আজমল বঞ্চিত নিপীড়িত মানুষের  কল্যাণে  কাজ করার একাংশ উদাহরণ তুলে ধরেন এবং তাঁর  দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য  নুরুল ইসলাম লস্কর  ,অগপ দলের কেন্দ্রীয় সদস্য কমরুল ইসলাম বড়ভূইয়া (মানিক) , সমাজসেবী খয়রুল ইসলাম, বিএসওয়াইএফের কেন্দ্রীয় সভাপতি আলি হুসেন মীরা,  ,সামসুল হক লস্কর , জমিয়ত উলামা ই হিন্দের আলগাপুর মন্ডলের সভাপতি আপ্তাব উদ্দিন বড়ভুইয়া প্রমুখ।   সভায় সমাজের উন্নয়ন মুলক কাজ কর্মে  আলোচনা কালে বক্তব্যে একাংশ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন জমিয়ত উলামা ই হিন্দের কর্মকর্তারা। 
এদিন কাপনারপার পীর‌ সাহেব বাড়ির রাস্তার কাজ না হওয়াতে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। উল্লেখ্য বিগত বিধানসভা নির্বাচনের পর আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরীর নিকট পীর সাহেব বাড়ির রাস্তা, ওজুর সেড, পুকসুনির ঘাট নির্মাণের জন্য জমিয়তে র পক্ষ থেকে দাবি দেওয়া হয়। বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী রাস্তাটি নির্মাণের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই পীরের বাড়িতে এআইডিএফের প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল তিনি নিজেই এসে এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বিধায়ক নিজাম উদ্দিনকে এই রাস্তার কাজটি অতি শীঘ্রই নিরমাণ করার নির্দেশ দেন আজমল ।  কিন্তু প্রায় চার বছর অতিবাহিত হলেও রাস্তাটি নির্মাণ না হওয়ার জন্য ক্ষোভ দেখা দেয়। কারণ প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পীর সাহেব বাড়িতে আশীর্বাদ নিতে আসেন। বর্ষাকালে রাস্তাটির অবস্থা বেহাল আকার করে। বিধায়ক চার বছর পুর্বে প্রতিশ্রুতি দিলেও আজ অবধি ছোট এই রাস্তাটির কাজ না হওয়াতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই নিয়ে বিধায়ক কে গিরে ব্যাপক প্রশ্ন শুরু হয়েছে। চলিত ডিসেম্বর মাসের ভিতরে রাস্তাটির কাজ না হলে বিধাযকের আশায় না থেকে রাস্তাটি নির্মাণের জন্য বিকল্প চিন্তা করবেন বলে জানান জমিয়ত মন্ডল সভাপতি আফতাব উদ্দিন বড়ভুইয়া। অবশ্যই জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম হাত জুড়ে অনুরোধ করে বলেন তাকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়ার জন্য। রাস্তাটির কাজ করার জন্য বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী র পর এবার নতুন প্রতিশ্রুতি আসে আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্করের পক্ষ থেকে। এই প্রতিশ্রুতি শুনে জমিয়ত উলামা ই হিন্দ কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেণ । এদিকে হাইলাকান্দি জেলা সেমিনারের অনুষ্ঠান করার  ঘোষনা করেন জমিয়ত উলামা ই হিন্দের  আলগাপুর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হুসেন লস্কর।  তিনি বলেন এই সেমিনারের দিন তারিখ দার্য্য করে পরবর্তি সভায় জানানো হবে সেই সঙ্গে জমিয়তের সকল কর্মকর্তাদের সহযোগিতার করার জন্য আহ্বান জানান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর