ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯ ২১ ০৯ ৩০  

মালদা

এক সময়ে বাংলার রাজধানী, আমের শহর হিসেবেই পরিচিত মালদা এখন দক্ষিণ ভারত থেকে আসা আমের দখলে। মালদার আম বাজারে আসতে মাসখানেক দেরি। এখনো পর্যন্ত মালদার বাজারে আসেনি মালদার আম ।কিন্তু মালদা জেলাবাসীর চাহিদা মেটাতে ইতিমধ্যেই মালদার বাজার দখল করেছে দক্ষিণ ভারত থেকে আসা রং বেরঙের আম। গোলাপখাস, লক্ষণভোগ ,চৌসার নিয়ে হাজির মালদার বিভিন্ন বাজারের ফল ব্যবসায়ীরা। দাম ৯০ থেকে ১০০ টাকা প্রতি কিলো। কিন্তু ক্রেতারা দামের দিকে নজর না দিয়ে তাদের প্রিয় ফলের দিকেই উৎসাহ দেখাচ্ছেন অনেক বেশি। অন্তত এমনটাই দাবি জেলার বিক্রেতাদের। একসময় মালদার আমের খ্যাতি ছিল জগৎজোড়া। কিন্তু ধীরে ধীরে অতিরিক্ত কীটনাশক, আমের পরিচর্যা না করা, অনিয়মিত আবহাওয়া কারণেই জেলার আমের খ্যাতি ক্রমশ নিম্নগামী। আর এই জায়গা দখল করতে মালদায় হাজির দক্ষিণের আম। আমচাষীদের আক্ষেপ, যদি সরকারি সাহায্য, প্রশিক্ষণ এর মাধ্যমে চাষীদের সচেতন করা যেত তাহলে হয়ত দক্ষিনে আমের কাছে পিছিয়ে পড়তে হতো না জেলার আমচাষীদের। মালদা চিত্তরঞ্জন পৌর বাজারের আম বিক্রেতা নব কুমার সাহা জানান মালদার আম বাজারে আসতে প্রায় এক মাস দেরি। সেই সুযোগেই দক্ষিণ ভারত থেকে আসা আম মালদা জেলার বাজার দখল করেছে। দক্ষিণ ভারত থেকে আসা আমের সাদ মালদার আমের মত নয়। মালদার আম বাজারে না আসা পর্যন্ত  জেলাবাসী দক্ষিণ ভারত থেকে আসা আম খেয়ে সাধ মেটাচ্ছেন। মালদা জেলার উদ্যানপালন দফতরের আধিকারিকদের বক্তব্য কিছু সমস্যা রয়েছে ,তবে এই সমস্ত সমস্যার কাটিয়ে দ্রুত মালদার আম তার আগের জায়গা দখল করবে। এখন অপেক্ষা কবে এ সময় আসে, সেটা দেখার।g

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর