ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার

হক নাসরিন বানু

প্রকাশিত: ৬ জুলাই ২০১৯ ২৩ ১১ ৩১  

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের অসহায়  পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। শনিবার সকালে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মালদা বৈষ্ণবনগর থানার চকশেহেরদিপুর গ্রামে যায়। সেখানে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। মৃতের পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্যের একটি চেক তুলে দেওয়া হয়।
এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, সহকারি সভাধিপতি চন্দনা সরকার, তৃণমূল বিধায়ক সমর মুখার্জি , কালিয়াচক ৩ ব্লকের বিডিও সহ সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্যরাও।
এদিন মৃত সানাউল শেখের (২৫) পরিবারের হাতে দুই লক্ষ টাকার সরকারি আর্থিক সাহায্যের চেক তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। তিনি বলেন,  সম্প্রতি মোটর বাইক চোর সন্দেহে সানাউল শেখকে গণপিটুনি দেওয়া হয়েছিল । এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়।  পরে সানাউল শেখের মৃত্যু হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়েছে। কারোর অধিকার নেই আইন নিজের হাতে তুলে নেওয়া। পুলিশে মামলা দায়ের হওয়ার পরেই ধরপাকড় শুরু হয়েছে। এই ঘটনাটি জানাজানি হতেই মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। দু লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সাহায্য করা হয়েছে মৃতের পরিবারকে । পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে।মৃতের পরিবার জানিয়েছেন,  অন্যায় ভাবে তাদের পরিবারের সদস্যকে চোর অপবাদ দিয়ে মারধর করে খুন করা হয়েছে।  দোষীদের কঠোর শাস্তির দাবিও করেছেন তারা । তবে এদিন রাজ্য সরকারের এই আর্থিক সহযোগিতা হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের অনেকেই।
যদিও পুলিশ জানিয়েছে,  পুরো ঘটনাটি নিয়ে মামলা দায়ের হওয়ার পর এখনো পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেই প্রশাসন নড়েচড়ে বসেছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর