ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

তামান্নার মৃত্যুর প্রতিবাদে সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের মৌন মিছিল

প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ০৮ ০৮ ৪৬   আপডেট: ২৬ জুন ২০২৫ ০৮ ০৮ ৪৬

 

 

সামশেরগঞ্জ, ২৬ জুন:

কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি মৌন মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এই দিনের কর্মসূচি শুরু হয় সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা কংগ্রেস অফিস থেকে। সেখান থেকে DDH পর্যন্ত মৌন মিছিল করে দলীয় কর্মী-সমর্থকেরা। মিছিল শেষে এক মিনিট নীরবতা পালন করে কংগ্রেস নেতৃত্ব তামান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তি ও নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি তোলেন।সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলাম বলেন, “এটা নিছক দুর্ঘটনা নয়, এটি রাজনৈতিক বর্বরতা। একটি শিশুর প্রাণ কেড়ে নেওয়া হল শুধুমাত্র তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে। তৃণমূল বিজয়ের পর উদযাপন করছে বোমা ছুড়ে! তামান্নার মৃত্যু এই রাজ্যের গণতন্ত্রের চরম লজ্জা।”

পথসভা থেকে দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়: “নির্বাচনে জয় মানেই কি রক্তপাত? তামান্নার মৃত্যুকে কোনও রাজনৈতিক রঙে ঢেকে রাখা যাবে না। আমরা চাই ন্যায়বিচার, চাই জবাবদিহি।”এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলাম, ST/SC সেলের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ দাস, INTUC ব্লক সভাপতি নাসিম আকতার, ধুলিয়ান টাউন কংগ্রেস সভাপতি বাবলু মন্ডল, মহিলা ব্লক কংগ্রেস সভানেত্রী গোলজান খাতুন, এবং ব্লকের একাধিক অঞ্চল নেতৃত্ব।

তামান্নার মৃত্যু আজ রাজনীতির ঊর্ধ্বে উঠে এক সামাজিক প্রশ্ন তুলেছে—এই রাজ্যে কি শিশুরাও নিরাপদ নয়?

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর