ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

জঙ্গিপুর সাইবার পুলিশের বড় সাফল্য: অনলাইন প্রতারণা চক্রের গ্রেফতার চার

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ০৮ ০৮ ৫৫   আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ০৮ ০৮ ৫৫

সফিকুল ইসলাম, জঙ্গিপুর: রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রমশ বাড়ছে অনলাইন প্রতারণার ঘটনা। কখনো ফোনে ওটিপি সংগ্রহ করে, কখনো ভুয়ো লিংক পাঠিয়ে সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই ধরনের প্রতারণা রুখতে সক্রিয় হয়েছে সাইবার ক্রাইম দপ্তর।মঙ্গলবার বিকেল প্রায় চারটের সময় জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি নাসিম সাহ এর,উপস্থিতিতে সাইবার পুলিশের কর্মকর্তারা এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে তুলে ধরা হয় সম্প্রতি সংঘটিত একটি সাফল্যের ঘটনা। কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের জানুয়ারি মাসে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত এক বাসিন্দার সঙ্গে প্রতারণা করা হয়। ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে ফোনে ওটিপি সংগ্রহ করে প্রতারকেরা ভুক্তভোগীর অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিছুদিন পরে অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী, এবং অভিযোগ পড়ার সঙ্গে সঙ্গে জঙ্গিপুর সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করে। তদন্তে অনুসারে প্রথমেই কোচবিহারে অভিযান চালান,এবং সেখান থেকে এক মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ, এবং শেষ পর্যন্ত এই চক্রের মোট চারজনকে পাকড়াও করা হয়। ধৃতদের নাম— সন্দীপ গুপ্ত, অমিত গুপ্ত এবং সন্তোষ গুপ্ত-শুভদীপ ঘোষ। এরা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা। তদন্তে উঠে এসেছে, প্রতারকেরা চুরি করা টাকায় বিভিন্ন কোম্পানির মোট ৬৭টি মোবাইল ফোন কিনেছিল। পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি ১০টি ক্রেডিট কার্ডও সিজ করে। বর্তমানে ধৃতরা পুলিশ হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা। সাইবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের সর্বত্র অনলাইন প্রতারণা রুখতে অভিযান অব্যাহত রয়েছে

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর