ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বিধানসভা ভোটের আগে জঙ্গিপুরে সাংগঠনিক রদবদলের ইঙ্গিত

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ ১১ ১১ ৩৭   আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১১ ১১ ৩৭

সফিকুল ইসলাম, জঙ্গিপুর: ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় বড়সড় রদবদলের ইঙ্গিত দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার কলকাতার ক্যামাক স্ট্রিটে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, চেয়ারম্যান জাকির হোসেন-সহ জেলার সমস্ত বিধায়ক ও শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন তিনি। উল্লেখ্য, এর আগে অভিষেক ব্যানার্জি বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেছেন। এদিন বৈঠকে বিধায়ক জাকির হোসেন জানিয়েছেন,এদিনের বৈঠকে আগামী বছরের বিধানসভা নির্বাচনে দলের শক্তি বাড়ানোর রূপরেখা নিয়ে বিস্তর আলোচনা হয়। উপস্থিত একাধিক বিধায়কের মতে, অভিষেক ব্যানার্জি প্রত্যেক নেতার কাছ থেকেই মতামত শুনেছেন এবং এখন থেকেই মাঠে নেমে প্রচার ও প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন। সাংসদ খলিলুর রহমান জানান, রাজ্য সম্পাদক অভিষেক ব্যানার্জির ডাকেই এদিনের বৈঠক হয়েছিল। দলের কার্যক্রম আরও সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একে অপরের সঙ্গে মতবিনিময় হয়। সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে যে দায়িত্ব রয়েছে, তা যথাযথভাবে পালন করার কথাও তিনি উল্লেখ করেন। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে খলিলুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, দলের ভেতরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে আছি, এবং একসঙ্গে থেকেই কাজ করব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক জেলা সভাপতিদের প্রতি মাসে অন্তত দু’বার পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান-উপপ্রধান ও শাখা সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেন। পাশাপাশি, দলের সমস্ত বিধায়ককে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণের কথাও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি। তবে বৈঠকের অন্যতম মূল আলোচ্য ছিল ব্লক স্তরের সাংগঠনিক রদবদল। দলীয় সূত্রে জানা গিয়েছে, গত লোকসভা ও বিধানসভা ভোটের ফল বিশ্লেষণ করে যেসব এলাকায় তৃণমূল আশানুরূপ ফল করতে পারেনি, সেখানে সাংগঠনিক ক্ষত মেরামতের পথ খুঁজছেন অভিষেক। একাধিক ব্লক সভাপতির কর্মক্ষমতা নিয়ে তিনি অসন্তুষ্ট বলেও খবর। ফলে কয়েকটি জায়গায় নতুন মুখ আসতে চলেছে। এমনকি নতুন ও পুরনো নেতৃত্বের ভারসাম্য রক্ষায় কিছু ব্লক ভেঙে সাংগঠনিক পুনর্গঠনও হতে পারে বলে দলীয় সূত্রে জোর জল্পনা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর