ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ভুবনেশ্বরে ফের দুষ্কৃতীদের হামলা, গুরুতর জখম মুর্শিদাবাদের আট পরিযায়ী শ্রমিক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ১১ ১১ ১৩   আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১১ ১১ ১৩

লালবাগ, মুর্শিদাবাদ: উড়িষ্যার ভুবনেশ্বরে কাজে গিয়ে ফের দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মুর্শিদাবাদের আটজন পরিযায়ী শ্রমিক। গত ২৪শে আগস্ট ভগবানগোলা, লালগোলা ও ফারাক্কা থেকে ভুবনেশ্বর যান শ্রমিকরা। কাজের জায়গায় যোগ দেওয়ার পরদিনই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।শ্রমিকদের মধ্যে রয়েছেন—ফারাক্কার তিনজন, লালগোলা ব্লকের তিনজন, ভগবানগোলা ২ নম্বর ব্লকের একজন এবং ভগবানগোলা ১ নম্বর ব্লকের একজন। হামলার পর আহত অবস্থায় তাঁদের ভুবনেশ্বরের এমস হাসপাতালে ভর্তি করা হয় বলে জানাযায়। আক্রান্তদের মধ্যে আব্দুল আলীম নামে কাশিপুরের এক শ্রমিক বাড়ি ফিরে বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনিই পুরো ঘটনার বর্ণনা দেন। তাঁর কথায়, তাঁকে বাদ দিয়ে বাকি সাতজন এখনও ভুবনেশ্বরের এমস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে নসিপুর গ্রামের এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বাংলার শ্রমিকরা বারবার উড়িষ্যায় আক্রান্ত হচ্ছে কেন। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস অধীর চৌধুরী বলেন, “এটি নতুন কিছু নয়। বহুদিন ধরে এমন ঘটনা ঘটছে, কিন্তু সমাধানের পথে সরকার হাঁটছে না। মুখ্যমন্ত্রী কেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন না? এখানকার ডিএম-এসপিরা কেন ওখানকার ডিএম-দের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করছেন না? রাজ্য সরকার চাইছেন না বলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের মানুষ ভারতের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করার অধিকার রাখে, সেখানে কেউ বাধা দিতে পারে না। আমি দিল্লিতে থাকার সময় সুতির এক শ্রমিককে সেখানকার পুলিশ আটক করে মারধর করছিল। পুলিশের সঙ্গে সরাসরি কথা বলেই আমি তাকে তাৎক্ষণিকভাবে মুক্ত দেই পুলিশ। অন্যদিকে ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক রেয়াত হোসেন সরকার জানান, “বাংলাকে ভয় পাচ্ছে বিজেপি। ভারত-পাকিস্তান, গরু, হিন্দু-মুসলিম ইস্যুতে যখন আর কিছু করতে পারছে না, তখন এখন বেছে নিয়েছে বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার। এর আমি তীব্র নিন্দা জানাই। অমানবিকভাবে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার চালানো হচ্ছে। আটজনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে অনেকে গুরুতর আহত। ভগবানগোলা-১, ভগবানগোলা-২ ও ফারাক্কা মিলিয়ে আটজন রয়েছে। আরও একজন ভুবনেশ্বর এমসে ভর্তি রয়েছেন। প্রয়োজন হলে আমি নিজে ভুবনেশ্বর গিয়ে দেখা করব।

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর