ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

আলীগড়ে বাঙালি পড়ুয়াদের ইফতার মাহফিলে ভাতৃত্ব ও সম্প্রীতির বার্তা

KAIKUBAD

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৪ ২২ ১০ ৪৬  

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাঙালি পড়ুয়াদের আয়োজনে সফল হলো ইফতার মাহফিল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বাঙালি পড়ুয়া উন্নয়ন পরিষদ ও সিনিয়র গবেষকদের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার আয়োজিত এই ইফতারে সাড়ে তিনশো পড়ুয়া অংশগ্রহন করে। বেশিরভাগ পড়ুয়া পশ্চিমবঙ্গের নিবাসী হলেও আসাম, ত্রিপুরা, ঝাড়খন্ড, এবং বাংলাদেশ থেকে আগত বাঙালিরাও এই মাহফিলে অংশগ্রহণ করে। আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আমুবি শিক্ষক পরিষদের বাঙালি সদস্য ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ চক্রবর্তী, পূর্বতন ইউনিভার্সিটি জামা মসজিদের সুন্নি নাজিম তথা দ্বিনীয়াত বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল হক, ইউনিভার্সিটি মেডিকেল কলেজের মুখ্য মেডিকেল অফিসার  ডাক্তার ফাহিম জাভেদ এবং অন্যান্য শিক্ষকেরা। উপস্থিত ছিলেন সংস্কৃতের গবেষক তহসিন মন্ডল, ইতিহাসের গবেষক মশিউর রহমান, ভূগোলের গবেষক মোহাম্মদ বাবর আলি, মুস্তাফিজুর রহমান, শিক্ষা বিজ্ঞানের গবেষক নওয়াজ শরীফ এবং অন্যান্যের।

বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে রিমোট সেন্সিং বিভাগে সদ্য অতিথি অধ্যাপক হিসেবে নিযুক্ত ড. মোহাম্মদ কাইকুবাদ আলি বলেন, বাড়ি থেকে দেড় হাজার কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত বাঙালিদের মধ্যে ভাতৃত্ব ও সৌহার্দ্যের জন্যে এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ে বাঙালি উন্নয়ন পরিষদের সেক্রেটারি তানজেনুর ইসলাম জানান, প্রতি বছর আলীগড়ে পাঠরত বাঙালি পড়ুয়ারা একসাথে এই রমজান মাসে মিলিত হয় ইফতার মাহফিলে। এতে সকলের মধ্যে পরিচয় বাড়ে।  তিনি আরো জানান, অমুবি বাঙালি পড়ুয়া উন্নয়ন পরিষদ পশ্চিমবঙ্গ থেকে যাতে আরো ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে ভর্তি পায়, সেজন্যে এই ট্রাস্ট নিরলস প্রচেষ্টা চালাচ্ছে, বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া থেকে বিভিন্ন প্রকার ভর্তি সংক্রান্ত সহায়তা করছে। উল্লেখ্য, এখন আমুবিতে স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন কোর্সে ভর্তির ফরম জমা নেওয়া হচ্ছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর