প্রবন্ধ - জীববৈচিত্র দিবস ড. মনোরঞ্জন দাস
ড. মনোরঞ্জন দাস
প্রকাশিত: ১৮ মে ২০২৫ ১৮ ০৬ ৪৫ আপডেট: ১৮ মে ২০২৫ ১৮ ০৬ ৪৫

প্রবন্ধ - জীববৈচিত্র দিবস
ড. মনোরঞ্জন দাস
জীববৈচিত্র্য শব্দটি জৈবিক এবং বৈচিত্র্য দুটি শব্দ দিয়ে তৈরি। জীববৈচিত্র্য শব্দটি পৃথিবীতে বিদ্যমান সমস্ত ধরণের জীবকে বোঝায়, যেমন উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এবং অণুজীব। এটি তাদের তৈরি সম্প্রদায় এবং আবাসস্থলের সাথেও সম্পর্কিত।
জীববৈচিত্র্যের আনুষ্ঠানিক সংজ্ঞা দেওয়া যেতে পারে স্থলজ, সামুদ্রিক এবং অন্যান্য জলজ বাস্তুতন্ত্রের প্রজাতি এবং বাস্তুতন্ত্রের জটিলতা সহ সকল উৎস থেকে জীবন্ত প্রাণীর মধ্যে পরিবর্তনশীলতাকে। আমরা যে বৈচিত্র্য লক্ষ্য করি তা প্রজাতি, প্রজাতির মধ্যে এবং বাস্তুতন্ত্রের মধ্যে পাওয়া যায়। বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যকে একটি বাস্তুতন্ত্রে বসবাসকারী প্রজাতির জীবন এবং একে অপরের সাথে এবং পরিবেশের সাথে তাদের মিথস্ক্রিয়ার সমন্বয় হিসাবে চিহ্নিত করা হয় যা পৃথিবীকে মানুষ এবং অন্যান্য প্রজাতির জন্য একটি অনন্য বাসযোগ্য স্থান করে তুলেছে। এই অনুভবে আমার একটি
কবিতার অনুরণন,
' সমাহারে এই জীববৈচিত্র
এই অনুরণন
পূর্বাপর সংবাহনে আসে,
সম্পূরণে আসে।
প্রিয়াবরণ থেকে সেই অনুভব
নিদারুণ নির্মাণে
ঋদ্ধ বলয় যেন
বিবর্তনে, বিলক্ষণ।
আধারের আনবিক গতি
বিমোহনে
বস্তুতন্ত্রে থাক, বিচিত্রতায়
থাক অনুক্ষণ;
সেইই তো সমূহ জীবনের
পরিবেশ অধ্যায়।'১
১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পরিবেশ ও উন্নয়ন, যা "আর্থ সামিট" নামেও পরিচিত, শীর্ষক বিষয়ে জাতিসংঘের সম্মেলন আয়োজিত হয়েছিল। সেই সম্মেলনে, টেকসই উন্নয়নের কৌশল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সরকারী নেতারা টেকসই উন্নয়নের জন্য একটি কৌশল নিয়ে একমত হয়েছিলেন। বলা হয়েছিল যে টেকসই উন্নয়ন হল বিশ্বজুড়ে মানুষের চাহিদা পূরণের একটি উদার পদ্ধতি এবং এটি নিশ্চিত করবে যে পৃথিবী ভবিষ্যত প্রজন্মের জন্য সুস্থ থাকবে। পৃথিবী শীর্ষ সম্মেলনে, সর্বাধিক চুক্তিগুলির মধ্যে একটি ছিল জীববৈচিত্র্য দিবসের কনভেনশন।
জীববৈচিত্র্যের এই কনভেনশনটি ২৯ ডিসেম্বর ১৯৯৩ সালে কার্যকর হয়। এটি ২২ মে ২০০১ সালে পালিত হয়। তাই প্রতি বছর ২২ মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত হয়। ১৯৯২ সালে কেনিয়ার নাইরোবিতে এক সম্মেলনে জাতিসংঘে জৈবিক বৈচিত্র্যের কনভেনশনের পাঠ্য গৃহীত হয়। প্রতি বছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস একটি নির্দিষ্ট থিমকে লক্ষ্য করে এবং সেই অনুযায়ী উদযাপন
একটি কবিতা,
'সত্যযুগে প্রকৃতি ছিল খুব শান্ত ও সুন্দর
মানুষের প্রকৃতিও ছিল খুবই পবিত্র সত্য
ত্রেতা যুগেও প্রকৃতি ছিল মনোরম সুন্দর
মানুষের জীবন ছিল ন্যায়পরায়ণ ও বিজ্ঞ,
দ্বাপরে নৈতিক আধ্যাত্মিকতার অধঃপতন
মানুষের প্রকৃতিও জটিল ক্ষমতা পরিক্ষণীয়
কলিযুগে মানুষ হয়ে ওঠেছে প্রকৃতির দাস
তারা যেন নিয়ন্ত্রণ হারা প্রকৃতিতে চির নিমগ্ন।'২
বিশ্ব জীববৈচিত্র্য দিবসে বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে সমগ্র বিশ্বে জীববৈচিত্র্যের গুরুত্ব বোঝানো যায়। এই দিবসটি উদযাপনের পেছনের কারণ হল ভবিষ্যতে জীববৈচিত্র্য কী ভূমিকা পালন করবে তা জনগণকে জানানো। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে জৈব বৈচিত্র্য কনভেনশনের বিভাগ প্রতি বছর উদযাপনের আয়োজন করে। বিভিন্ন ধরণের জাতীয় সরকার এবং বেসরকারি সংস্থাও এই উদযাপনে অংশগ্রহণ করে। বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদযাপনে যেসব কার্যক্রম পরিচালিত হয় তার মধ্যে রয়েছে বিভিন্ন পুস্তিকা বিতরণ এবং অন্যান্য শিক্ষামূলক সম্পদ স্থানীয় ভাষায় অনুবাদ করা, পরিবেশগত বিষয়ের উপর চলচ্চিত্রও দেখানো এবং শিক্ষার্থী, পেশাদার এবং সাধারণ জনগণের জন্য প্রদর্শনী বা সেমিনারের আয়োজন করা।
শিক্ষা প্রতিষ্ঠান, সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে জীববৈচিত্র্য সম্পর্কে প্রচুর তথ্য প্রচার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয় যা মূলত বিপন্ন প্রজাতি এবং তাদের আবাসস্থলের উপর দৃষ্টি নিবদ্ধ করে। সম্মিলিতভাবে বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, যেমন ক্ষয় রোধে বিভিন্ন স্থানে গাছ এবং অন্যান্য গাছপালা রোপণ করা। কিছু রাজনীতিবিদ স্থানীয় পরিবেশগত বিষয় নিয়ে বক্তৃতাও দেন, বার্ষিক থিমকে কেন্দ্র করে শিশু এবং তরুণদের জন্য ছবি তোলা বা শিল্পকর্ম তৈরির প্রতিযোগিতাও পরিচালনা করা হয়।একটি ছড়া,
' পৃথিবীকে ভালোবাসো
গাছ হে লাগাও
জল দাও, সার দাও,
তাকে সবে বাঁচাও।।
বৈচিত্রে থাকো সবে
হও মহীয়াণ
প্রকৃতিকে দাও তুমি
দাও হে সম্মান।।
জীব আর প্রকৃতিতে
আছে ভারসাম্য
সকেলের ভালো হোক
এই সবার কাম্য।
পৃথিবীতে সকলেরই
একে একে আসা
তার পর চোলে যাওয়া
রেখে বেশভূষা
পৃথিবীতে এসে তুমি
সবুজ ভালোবাসো
সবুজে সজীব হয়ে
নিজে তুমি হাসো।।'৩
প্রকৃতি এবং মানুষের জীবনের মধ্যে এক অনন্য সংযোগ রয়েছে। জীববৈচিত্র্য আমাদের খাদ্য ও স্বাস্থ্যের জন্য সুস্থ, বৈচিত্র্যময় প্রাকৃতিক ব্যবস্থার উপর নির্ভরশীল। তাই জীববৈচিত্র্যের বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ২২শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে নির্বাচিত হয়েছে।একটি
কবিতা,
'মনের ভেতর জুড়ে আছে কত কথা
আহা জীব প্রিয় জীবন বৈচিত্রময় বড়
কে ক'জন মানে নীল আকাশের নীচে এ খেলা, বারতা
সাঙ্গ ত হবেই কোন কোনও দিনের
অনস্তিত্ব জেনে আজও তাই উজাড়...' ৪
জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটি কর্তৃক প্রথম উদযাপনটি ২৯শে ডিসেম্বর ১৯৯৩ সালে অনুষ্ঠিত হয়। ২০০১ সাল থেকে প্রতি বছর এটি পালিত হয়ে আসছে। জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রকে শক্তিশালী করে। প্রতিটি প্রজাতি, বড় হোক বা ছোট, অনেক গুরুত্বপূর্ণ। বাস্তুতন্ত্রে তাদের গুরুত্বপূর্ণভ ভূমিকা রয়েছে। উদাহরণস্বরূপ, যদি প্রচুর সংখ্যক উদ্ভিদ প্রজাতি থাকে, তাহলে এর অর্থ হল ফসলের বৈচিত্র্য থাকবে।
সর্বোপরি, প্রজাতির বৈচিত্র্য সমস্ত জীবের জন্য প্রাকৃতিক স্থায়িত্ব এবং একটি সুস্থ বাস্তুতন্ত্রের নিশ্চয়তা দেয় যেখানে মানবজাতি বিভিন্ন ধরণের দুর্যোগ থেকে আরও ভালভাবে দাঁড়াতে এবং পুনরুদ্ধার করতে সহায়তা করে ।
................................
তথ্যসূত্র
১. লেখক- তাৎক্ষণিক কবিতা;
২. মতিলাল পটূয়া- তাৎক্ষণিক কবিতা;
৩. লেখক- তাৎক্ষণিক ছড়া;
৪.প্রভাসচন্দ্র বিদ্যাতীর্থ- তাৎক্ষণিক কবিতা;
..................
** ২২ মে ; জীববৈচিত্র্য দিবস।
- প্রবন্ধ - জীববৈচিত্র দিবস ড. মনোরঞ্জন দাস
- বৈশাখী - জ্যৈষ্ঠ অনুষ্ঠান
- ফের বেতবোনা গ্রামের মানুষের পাশে জেলা পুলিশ, বিভিন্ন সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দিলেন SP
- রাষ্ট্রপুঞ্জের তালিকায় জোড়া হোক পহেলগাঁও কাণ্ডে জড়িত টিআরএফ-এর নাম, দাবি ভারতের প্রতিনিধিদলের
- ৩ ঘণ্টায় ২২ জনকে কামড়! কুকুরের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, আনুষ্ঠানিকভাবে চিকিৎসা পরিষেবা শুরু ফরাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
- বিজেপির শাসন ও সন্ত্রাসবাদী আক্রমণ
- POEM - MORE THAN EVER BEFORE !
- Poem - When Morning Bore Thee Away
- Poem - Lyrics of humanity, Poet:- Dr. Laxmikanta Dash, India
- মানুষকে অভয়বাণী দিতে ধুলিয়ানে পাড়ায় পাড়ায় ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার, ও আইসি দিলেন আশ্বাস
- মানুষকে অভয়বাণী দিতে ধুলিয়ানে পাড়ায় পাড়ায় ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার, দিলেন আশ্বাস Jangipur Police District West Bengal Police
- উত্তর বঙ্গ উন্নয়নের টাকায় রাস্তার কাজ শুরু করলেন বিধায়ক চন্দনা
- পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যক্তির
- বহু নথি নষ্টের আশঙ্কা
রাত আড়াইটে থেকে জ্বলছে মুম্বইয়ের ইডি দফতর - মালদার অমৃতির সেকেন্দারপুরে গ্রাম পাহারা দেওয়ার সময় যুবক খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার
- দুর্ঘটনা এড়াতে ভাঙা রাস্তা সারাই করলেন মালদার সায়েম চৌধুরী
- দুর্ঘটনা এড়াতে ভাঙা রাস্তা সারাই করলেন মালদার সায়েম চৌধুরী
- অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
- অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
- অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
- ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব নারী দিবস।
- Poems
- Poem - Health!
- Poems
- Poem - Gyration Humanity
- Poem - Who Am I Without A Homeland?
- সামশেরগঞ্জের হাউসনগর ১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়ির চালকের
- সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এর বিশেষ সহযোগিতায় ট্রাই সাইকেল বিতরণ সাগরদিঘিতে।
- Poem - Nostalgic
- রাষ্ট্রপুঞ্জের তালিকায় জোড়া হোক পহেলগাঁও কাণ্ডে জড়িত টিআরএফ-এর নাম, দাবি ভারতের প্রতিনিধিদলের
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, আনুষ্ঠানিকভাবে চিকিৎসা পরিষেবা শুরু ফরাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
- ফের বেতবোনা গ্রামের মানুষের পাশে জেলা পুলিশ, বিভিন্ন সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দিলেন SP
- ৩ ঘণ্টায় ২২ জনকে কামড়! কুকুরের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া
- বৈশাখী - জ্যৈষ্ঠ অনুষ্ঠান
- প্রবন্ধ - জীববৈচিত্র দিবস ড. মনোরঞ্জন দাস
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- Poem - Occasional Poetry
- POEM - CELEBRATING POETRY
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - Poem - If You`re Poetry
- TO SOMETIMES, JUST SOMETIMES
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- রায়গঞ্জে
মোড়ক উন্মোচনেই শব্দলিপি-র সশব্দ দৃপ্ত পদচারণ - Poem - Oak Leaf
- খুন হওয়া বিজেপি কর্মীর মৃতদেহ নিয়ে শ্রীরূপার শোক মিছিল