ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

মেডিক্যালে পাঠদান এ বার অসমিয়ায় : প্রধানমন্ত্রী

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭ ০৫ ৩৩  

সকল হিংসা বিদ্বেষের উর্ধ্বে উঠে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নে ধারা অব্যাহত রয়েছে। এই বিকাশের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে আসাম। রবিবার ঢেকিয়াজুলিতে এক জনসভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ দিন বিশ্বনাথ ও চরাইদেওয়ে দুটি মেডিক্যাল কলেজের শিলান্যাসও করেন।প্রধানমন্ত্রী বলেন, ২০১৬ সালে আসামে মাত্র ৬টি মেডিক্যাল ছিল। কিন্তু মাত্র পাঁচ বছরের মধ্যে রাজ্যে নতুন আরও ৬টি মেডিক্যাল কলেজ যাত্রা শুরু করেছে। তিনি বলেন, আসামে এখন প্রতি বছর ১৬০০ জন নতুন চিকিতসকের সৃষ্টি হবে। এর ফলে চিকিতসার জন্য এ রাজ্যের মানুষকে আর বাইরে যেতে হবে। রাজ্যের মধ্যেই উন্নত চিকিতসা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে আসামের ১ লক্ষের বেশি লোক চিকিৎসাৰ সুবিধা পাবেন। গুয়াহাটিকে উত্তর পূর্বাঞ্চলের চিকিতসার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে। করোনা থেকে লাভ করা শিক্ষা সবার জন্য ভবিষ্যতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, রাজ্যে অসমিয়া ভাষায় চিকিতসা বিজ্ঞানের পাঠদানের জন্য একটি মেডিক্যাল কলেজ থাকবে। এর জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তাছাড়া চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য তার সরকার পদক্ষেপ গ্রহণ করছে বলে মোদি মন্তব্য করেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর