ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ধুলাই হাই স্কুল থেকে শিরোমণিপুর আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০ ২০ ০৮ ২৫  

আব্দুল হাই, বাঁকুড়াঃ - রাজ্যের মুখ্যমন্ত্রী পথশ্রী অভিযান প্রকল্পের মধ্য দিয়ে গোটা রাজ্যে 12000 কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নিয়েছেন । সেই মত ধুলাই পঞ্চায়েতের ধুলাই হাই স্কুল থেকে শিরোমণিপুর আদিবাসী পাড়া পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । ১০ ই অক্টোবর শনিবার এই রাস্তার ফিতা কেটে শিলান্যাস করলেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় ও বিশ্বনাথ মুখোপাধ্যায় এবং জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দ্রনাথ সাহা । দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই রাস্তাটি তৈরি হোক । দীর্ঘ 34 বছর বামফ্রন্ট আমলে বারবার আবেদন করা হলেও রাস্তা সংস্কারের কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে খুশি স্থানীয় বাসিন্দারা । 

সত্যজিৎ মুখার্জি রাম নারায়ণ মুখোপাধ্যায় নামের গ্রামবাসীরা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তারা বলেন , বামফ্রন্ট আমলে অনেকবার আবেদন করেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । অবশেষে রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এর ফলে উপকৃত হবে গ্রামের সাধারণ মানুষ । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় , সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দ্র নাথ সাহা , সোনামুখী ব্লক মৎস্য কর্মদক্ষ দিব্যেন্দু সেন , সজল সাহা , ধুলাই পঞ্চায়েত প্রধান শেখ হাফিজুল সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় বলেন , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে প্রতিনিধি পাঠিয়ে এবং নিজে মাঠে ময়দানে নেমে এলাকার কোথায় সমস্যা রয়েছে তা জানার চেষ্টা করেছেন এবং তার ফলে আজকের এই পথশ্রী প্রকল্প ।

সোনামুখী ব্লক সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন , সকল শ্রেণীর মানুষ এমনকি বিরোধী দলে যারা রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন তা মাথা নত করে স্বীকার করে নিচ্ছেন । আগামী চার মাসের মধ্যে ধুলাই পঞ্চায়েতের সমস্ত বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর