ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯ ২১ ০৯ ১০  

 মালদা


নির্বাচনী জনসভা করার জন্য খেলার মাঠের পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে।  উপস্থিত থাকবেন বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।  থাকবেন দলের দক্ষিণ ও উত্তর মালদা কেন্দ্রের দুই প্রার্থী সহ রাজ্য নেতৃত্ব।  কিন্তু এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার ২৪ ঘন্টা আগে তৃণমূলের পক্ষ থেকে খেলার মাঠ খুরে নষ্ট করে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। 
এমনকি এই ঘটনাটি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ জেলার ক্রীড়াপ্রেমীরা। তাদের অভিযোগ,  মালদা শহরের উন্নত মানের খেলার মাটিতে যেভাবে বাঁশ , কাঠের গুড়ি দিয়ে প্যান্ডেল করা হয়েছে।  তাতে খেলার মাঠের পরিকাঠামো প্রায় নষ্ট হয়ে গিয়েছে । এমনকি এই মাঠের মধ্যে  তৈরি করা হয়েছে হেলিপ্যাড।  যাতে মাঠের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে।  এই বিষয়টি নিয়ে জেলা ক্রীড়া সংস্থার নজর দেওয়া উচিত ছিল।
এদিকে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী অসুস্থ থাকার কারণে তার সঙ্গে যোগাযোগ করা যায় নি । তবে ডিএসএস'র চেয়ারম্যান জেলাশাসক কৌশিক ভট্টাচার্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেন নি।  
তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি বাবলা সরকার বলেন,  শহরের খেলার মতোন ডিএসএ মাঠটি রয়েছে।  গত বছরই এই মাঠের পরিকাঠামো উন্নয়ন,  গ্যালারি সংস্কার সহ বিভিন্ন কাজ করা হয়েছিল।  রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা এই কাজটি হয় । মালদা শহরের ক্রীড়াপ্রেমী মানুষেরা খেলাধুলার জন্য আসেন।  পাশাপাশি ডিএসএ'র মাঠে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে।  কিন্তু একদিনে নির্বাচনী জনসভার কারণে ওই খেলার মাঠের ভিতরে বড় বড় গর্ত তৈরি করে পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে । একদিকে সভা মঞ্চ এবং আরেকদিকে হেলিপ্যাডে তৈরি করা হয়েছে। খেলার মাঠ এভাবে নষ্ট না করাই উচিত । যেটা বিজেপি করেছে।
যদি এই ব্যাপারে বিজেপির জেলা সভাপতি সঞ্জীত মিত্র জানিয়েছেন,  বিজেপি তো একবারই এই মাঠে সভা করার জন্য নিয়েছে।  কিন্তু এর আগে একাধিকবার তৃণমূল নেত্রীর সভা হয়েছে। অন্যান্য মনোরঞ্জন পূর্বক অনুষ্ঠান হয়েছে।  তখন মাঠের ক্ষতির প্রসঙ্গ কেন তোলা হয় নি । আসলে রাজনীতি করার উদ্দেশ্যে এরকম ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে । মাঠের কর্মসূচি শেষ হয়ে গেলে গর্তগুলো মেরামত করে খেলা হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর