ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

স্বেচ্ছায় র‌্যাপিড টেস্ট করার আহ্বান জানালেন মন্ত্রী পরিমল

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০ ১৮ ০৬ ২৩   আপডেট: ১৭ আগস্ট ২০২০ ১৮ ০৬ ২৩

সমাজ ও সভ্যতাকে বাঁচাতে স্বেচ্ছায় কোভিড -১৯ টেস্টে এগিয়ে আসার জন্য জনগণের উদ্দেশে আহ্বান জানালেন রাজ্যের বন ও পরিবেশ ইত্যাদি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য । দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে করিমগঞ্জে জাতীয় পতাকা তােলার পর বক্তব্য রাখছিলেন তিনি ।করােনা ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে নিজে থেকে এগিয়ে এসে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে বলেন মন্ত্রী । সংক্রমণ এরই মধ্যে যথেষ্ট ক্ষতি করে নিয়েছে । সংক্রমণ ঠেকাতে প্রশাসন ব্যস্ত থাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে । অর্থনীতি দ্রুত নিচের দিকে নামছে । কোভিডের সামাজিক প্রতিরােধ নিশ্চিত করতে ফেসমাস্ক ব্যবহার , দূরত্ব বজায় রেখে চলা , হাত ধােয়ার পরামর্শ দিয়ে জরুরি কাজ না থাকলে সবাইকে বাড়িতে থাকতে বলেন মন্ত্রী । নােভেল করােনা ভাইরাস সংক্রমণ মােকাবেলায় প্রশাসনের পদক্ষেপগুলাে সম্পর্কে জনগণকে অবহিত করেন । জানান , জেলায় প্রবেশের পথে ১.৫ লক্ষ লােককে স্ক্রিনিং টেস্ট করা হয়েছে । কোভিড ট্রিটমেন্ট আইসােলেশন ফেসিলিটির জন্য ৬৬৮ শয্যার চারটি হাসপাতাল রয়েছে জেলায় । রােগী রয়েছেন প্রায় ৩০০ শয্যায় । প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ফেসিলিটির জন্য রয়েছে ৩০০০ শয্যা । ২০,৮০০ জনের করা হয়েছে সােয়াব টেস্ট । ২৫০০০ লােকের করা হয়েছে আরএটি । হােম কোয়ারেন্টিন করেছেন ৪৩১৬ জন । মাস কোয়ারেন্টিন করেছেন ৭৭৭৯ জন । শনাক্ত হয়েছেন ১৫০০ রােগী । ৭০০ জনকে সুস্থ করে তুলে বাড়িতে পাঠানাে হয়েছে । কোভিড রােগীর সুবিধায় রয়েছে ৩০০ টি শয্যা , যা ১০০০ করার পরিকল্পনা আছে । কোভিড চিকিৎসায় কাউকে দুশ্চিন্তা না করতে বলেন মন্ত্রী । জানান , অভিযােগ খতিয়ে দেখার জন্য মূল ট্রিটমেন্ট সেন্টারের ভেতরে ও বাইরে মােবাইল ভিডিওকলের ব্যবস্থা রয়েছে । আরও জানান , ৩৮,৮৮৬ জন মাইগ্রেন্ট ওয়ার্কারকে ৪০০০ টাকা করেদেওয়া হয়েছে । গ্রামােন্নয়ন দফতর মারফৎ ৪২,৪০০ জনকে জবকার্ড দেওয়া হয়েছে । ৫৪৪৩ জন জবকার্ড হােল্ডারকে কাজ দেওয়া হয়েছে । জেলা পরিষদের মাধ্যমে ২ লক্ষ ৪ হাজার মাস্ক উৎপাদন করা হয়েছে । এমএফএস কার্ড নেই এমন । কোভিড ক্ষতিগ্রস্ত ১৭১৭৪ টি পরিবারকে দেওয়া হয়েছে ১০০০ টাকা করে সাহায্য । এছাড়া , গত চার বছরে সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কাজের সরকারি খতিয়ান পেশ করেন তিনি । এরমধ্যে রয়েছে ২ লক্ষ ৩৫ হাজার পরিবারকে গ্রামােন্নয়ন দফতরের মাধ্যমে কর্মসংস্থান । আছে ১৫৬৩০ টি প্রধানমন্ত্রী আবাস নির্মাণ । মুখ্যমন্ত্রী গ্রামীণ কৃষি যােজনায় ২২৪ ট্রাক্টর ও ২১২ টি পাওয়ার টিলার বিতরণ । ৫২৭৯ জনকে ক্যিান ক্রেডিট কার্ড প্রদান । প্রধানমন্ত্রী কৃষক কল্যাণ কর্মসূচিতে উপকৃত ৭১৩৩৪ জনকে তদন্তের আওতায় এনে ৫১২৩১ জন যােগ্য নিরূপিত । বাকিদের অর্থ বিভাগীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে ফেরত , জানিয়েছেন মন্ত্রী । এর অর্থ ২০ হাজার ৯৩ জন ভুয়াে কৃষকের নামে অর্থ বিলানাে হয় । মন্ত্রী জানান , ৭০ হেক্টর জমিতে ধানের চারা লাগিয়ে রাখা হয়েছে প্রস্তুত । বন্যায় ক্ষতিগ্রস্ত হলে ৭০০ হেক্টর জমিতে লাগানাে যাবে সে চারা । সমাজকল্যাণ বিভাগের মাধ্যমে ৫ আগস্ট পর্যন্ত ২৫১১১ জনকে পুষ্টিকর এবং ১ লক্ষ ১৭৯২ টি শিশুকে পুষ্টিকর আহার প্রদান করা হয়েছে । দীনদয়াল দিব্যাঙ্গ পেনশনার যােজনায় ৬৫০১ জনকে মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে । জল জীবন মিশনের আওতায় ৪৯৬৬৮ পরিবারকে পানীয়জল পৌছাবে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ । স্বচ্ছ ভারত মিশনে নির্মাণ করা হয়েছে ৯০৯১৫ টি আইএইচএইচএল । এছাড়া , জেলায় বিভিন্ন বিভাগের রাজস্ব আদায়ের খতিয়ান পেশ করেন তিনি । ওইদিনের কার্যসূচির মধ্যে ডাকবাংলাে শহিদবেদিতে পুস্পার্ঘ্য নিবেদন করেন মন্ত্রী । রামকৃষ্ণ মিশন ও মঠের সম্পাদকের হাতে মিশনে ছুটে গিয়ে মুখ্যমন্ত্রীর শ্রেষ্ঠ সমাজসেবীর পুরস্কার তুলে দেন । জাতীয় পতাকা তােলার পর সরকারি স্কুলের খেলার মাঠে সম্মিলিত বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী । সরকারি - বেসরকারি পর্যায়ে এছাড়া সারা জেলায় কোভিড -১৯ প্রটোকল মেনে । উদ্যাপিত হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর