ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

চুল ম্যানের এক নয়া কাহিনীর নজির

সংবাদদাতা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৯ ০৭ ২২  

চুল ম্যান।।
নামট শুনলে একটু হলেও বুঝতে অসুভিদে হবে আপনাদের কিন্তু কি এই চুল ম্যান??কে বা এই চুল ম্যান??কেন বা তাকে এখন চুল ম্যান বলা হচ্ছে??চলুন আজ এক চুল ম্যানের গল্প আপনাদের শুনাই।।তার নাম আলমগীর খান,কেউ তাকে র‍্যাঞ্চো নামে ডাকে আবার কেউ তাকে রক্তের যোদ্ধা নামে ডাকে।।মালদা জেলার অনেকের কাছে এখন চেনা নাম র‍্যাঞ্চো।।বয়স তার ২৪ ছুঁয় ছুঁয়।।মালদা জেলার কালিয়াচক থানার থানাপাড়ার বাসিন্দা আলমগীর (র‍্যাঞ্চো)।।এলাকায় তার নাম ডাক আছে সমাজের কাজের মানুষ হিসেবে।।রক্ত জোগাড় করে দেওয়া,কম্ব দেওয়া,ঈদ বা পুজো উপলক্ষে জামা কাপড় দেওয়া,চিকিৎসায় অসহায়দের সাহায্য ছাড়াও এইবার তিনি শুরু করেছেন ক্যান্সার রুগিদের জন্য মুম্বাইয়ে চুল পাঠানোর দায়িত্ব।।শুরু হয়েছিল ২০১৮ সালের মার্চ মাসে সমাজসেবক স্বর্নাভো চুল দান করেছিলেন তারপর  ২০১৯ সালে জুলাই মাসে রায়গঞ্জের সমাজসেবক কৌশিক চক্রবর্তীর মেয়ে বছর ৮ এর ছোট্ট তিতির চুল দান করেন তারপর সাড়া ফেলেছিল সারা বাংলায় এক করে শুরু করেন চুল দান করতে লিস্ট অনেক বড়ো হচ্ছে আসতে আসতে সোমাশা,অতশী,নীপা,জয়শ্রী,ঊষা এরকম বহু মহিলা চুল দান করছেন মারন রোগ ক্যান্সার রুগিদের জন্য।।এই চুল মুম্বাই এর মাদাদ ট্রাস্ট নামে এক সংস্থার কাছে পৌছানো হয় পোস্টের মাধ্যমে।।আমরা সকলে জানি ক্যান্সার আক্রান্ত যারা তাদের কেমোথেরাপি দেওয়ার পর মাথার চুল ঝড়ে পড়ে,বেশির ভাগ মহিলারা এই চুল ঝড়ে পড়া মেনে নিতে পারে না,কারন মেয়েদের সৌন্দর্য হচ্ছে এই চুল।।অনেক ক্যান্সার আক্রান্তদের বাড়িতে আয়না থাকে না কারন তারা হঠাৎ করে নিজের এই চুল ঝড়া দেখলে আঁতকে উঠবেন বলে।।তাই ক্যান্সার আক্রান্ত রুগিদের জন্য অনেকে এগিয়ে এসেছেন।। প্রায় ছয় থেকে সাত জনের চুল দিয়ে তৈরী হয় একটি উইগ,এক একটি চুলের দৈর্ঘ্য মিনিমাম ১২ ইঞ্চি লাগে তার ছোটো হলে তা কাজে লাগবে না।।একটি উইগ এর দাম প্রায় কয়েক হাজার টাকা দাম তাই এই উইগ সকলের জন্য কেনা সম্ভব হয়ে উঠছে না।।এই উইগ সম্পুর্ন বিনামূল্যে পাওয়া যায় মাদাদ ট্রাস্ট থেকে।।আলমগীর এই কাজ শুরু করেন রায়গঞ্জের সমাজসেবক কৌশিক বাবুর মেয়ে যখন চুল দান করেন তারপর থেকে,তিনি নিজের কলেজের বন্ধু,দিদিদের এই পুরো ব্যাপারটা জানান সকলে এক্কেবারে রাজি হয়ে যান এবং আলমগীর এর পরিচিত অনেকে চুল দান করেছেন।। এখন বহু ফোন আসে ছাত্রী,শিক্ষিকা,গৃহবধূ থেকে শুরু করে ছেলেরাও অনেকে চুল বড়ো করে পাঠাতে চাই মুম্বাইয়ের মাদাদ ট্রাস্টে।।আলমগীর নিজে এখন চুল বড়ো করছেন ক্যান্সার আক্রান্ত রুগিদের জন্য চুলদান করবেন।।আলমগীর বাবু বহু মহিলা পার্লারে যাচ্ছেন তাদের বুঝিয়ে আসছেন যদি কেউ বড়ো চুল কাটতে আসেন যেন তাদের বোঝানো হয় তারা যদি ১০ইঞ্চি চুল কাটে তাহলে সেটা যেন ১২ ইঞ্চি কাটে তাহলে ক্যান্সার রুগির উইগ তৈরী করতে কাজে লাগবে এবং নিজের ফোন নাম্বার ও তাদের দিয়ে আসছেন এবং সোস্যাল মিডিয়ায় ও প্রচার করে চলেছেন এই চুল ম্যান।।সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে বলেছেন তিনি যদি কেউ টাকা দিয়ে না পারেন তাদের সাহায্য করতে তাহলে নিজের এই চুল দিয়ে সাহায্য করুন।।চুল ম্যান জানিয়েছেন এই কাজ করতে খুব ভালো লাগছে সকলকে তিনি বোঝাতে পারছেন সঠিক জায়গায় যেন চুলটা যায় সেই জন্য তিনি ব্যাস্ততার মাঝেও সকল কে বুঝিয়ে দেন।।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর