ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ভিন্নধর্মী আরণ্যক বসন্ত উৎসবে মাতলো রায়গঞ্জ

বেদশ্রুতি মুখার্জি

প্রকাশিত: ১১ মার্চ ২০২০ ১১ ১১ ২৮   আপডেট: ১১ মার্চ ২০২০ ১১ ১১ ২৮

রায়গঞ্জ,

হাইওয়ের পাশে কুলিক ফরেস্ট এর অরণ্য ঘেরা মোহময়ী নৈসর্গিক পরিবেশে পালিত হলো কুলিক বসন্ত উৎসব, রায়গঞ্জের বিশিষ্ট সমাজসেবী এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সক্রিয় সদস্য তথা স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির কাণ্ডারির প্রতিষ্ঠাতা মাননীয় কৌশিক ভট্টাচার্য এর উদ্যোগে তাঁর স্বপ্ন সাথী প্রকল্পের শিশুদের নিয়ে এবং রায়গঞ্জের বিশিষ্ট জনেদের নিয়ে মহা সাড়ম্বরে পালিত হলো কুলিক বসন্ত উৎসব ২০২০। সংস্কৃতি মনস্ক কৌশিকবাবুর এই ভিন্নধর্মী উদ্যোগ রায়গঞ্জে তুমুল সাড়া ফেলে প্রতিবারই, এবারেও তার ব্যত্যয় ঘটেনি। আরণ্যক পরিবেশে এভাবে পিছিয়ে পড়া সমাজের অন্ত্যজ শিশুদের নিয়ে এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা শুধুমাত্র তাঁর মুক্তির কাণ্ডারি ও স্বপ্নসাথী স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা ই বোধহয় সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা ব্যাটেলিয়ান এর কতিপয় কর্মকর্তা এবং উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সম্পাদক অতুলবন্ধু লাহিড়ী, সাংবাদিক অধ্যাপক সুকুমার বাবু সহ অনেক বিশিষ্ট জন। মনোরম প্রাকৃতিক প্রতিবেশে মনোজ্ঞ এই বসন্ত উৎসব পরিচালনায় ছিলেন তাঁর সুযোগ্যা সহধর্মিণী তথা সমাজসেবী রিয়া ভট্টাচার্য সহ মুক্তির কাণ্ডারি র সক্রিয় সকল সম্মানীয় সদস্য বৃন্দ। নাচ, গান, আবৃত্তি এবং ভেষজ রঙে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই অভিনব বসন্ত উৎসব। আর সব বসন্ত উৎসবে যেমন দেখা যায় লাস্যের ঘনঘটা কিন্তু সমাজ-ভাবনার কোনো ছোঁয়া সেখানে পাওয়া যায় না, এখানে ঠিক তার ব্যতিক্রম, সমাজের দুঃস্থ অন্ত্যজ শিশুদের নাচ, গান, আবৃত্তি তে পারদর্শী করার উদ্যোগে তাদের মুখে হাসি আনার সমাজ ভাবনায় ঋদ্ধ এই ভিন্নধর্মী আরণ্যক বসন্ত উৎসব। কৌশিকবাবুর মতে, আগামী প্রজন্ম ই আমাদের সম্পদ তাই তাদের সুশিক্ষিত ও সুমার্জিত সাংস্কৃতিক পরিমণ্ডলে সমৃদ্ধ করার জন্য মুক্তির কাণ্ডারি ও স্বপ্ন সাথী বরাবরই কাজ করে থাকে, নিয়মিত এদের নিয়ে এই আরণ্যক পরিবেশে ক্লাসও করানো হয় আর তারই প্রতিফলনে তারা এত সুচারুভাবে এই অনুষ্ঠান করতে পারে, আগামীর চারাগাছ গুলোকে মহীরুহ এবং সমাজমনস্ক করাই এই উৎসবের মূল লক্ষ্য। সত্যিই কৌশিকবাবুর এই অতুলনীয় উদ্যোগ প্রশংসনীয়। এজন্যই রায়গঞ্জে ব্যতিক্রমী এবং সবচেয়ে আকর্ষণীয় তাঁর এই কুলিক বসন্ত উৎসব।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর