ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৪ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

নির্মলার সভায় চা শ্রমিক পাঠাতে গিয়ে গলদঘর্ম প্রশাসন

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯ ০৭ ১৫   আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ১৯ ০৭ ১৫

গুয়াহাটিতে শনিবার অনুষ্ঠিত হচ্ছে চা বাগিচা ধন পুরস্কার মেলা৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই অনুষ্ঠানে চা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা প্রদান কর্মসূচির সূচনা করবেন৷ মোট ৭ লক্ষ ৪৬ হাজার ৬৬৭ জন শ্রমিককে এই অর্থ প্রদান করা হবে৷ চা শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হলেও সরকার বিভিন্ন জেলা থেকে চা শ্রমিকদের একাংশকে খানাপাড়ায় নিয়ে যাচ্ছে৷ আর তা করতে গিয়েই কাছাড়-করিমগঞ্জে অসন্তোষ দেখা দেয়৷ চা শ্রমিকরা চড়বে, এই ভেবে স্বল্প দূরত্বের ছোট বাস ভাড়া করা হয়েছিল৷ তা দেখেই রেগে ওঠেন শ্রমিকরা৷ শিলচর আইএসবিটিতে সুপার বাসের দাবিতে তারা আন্দোলন শুরু করে দেন৷ আইএসবিটিতে যানবাহনের চলাচল বন্ধ করে দেন তাঁরা৷ তাঁদের আনুষ্ঠানিক যাত্রার জন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক মিহিরকান্তি সোম, জেলাশাসক কীর্তি জল্লিরা আইএসবিটিতে গিয়েছিল৷ কীসের আর অনুষ্ঠান! ফাঁকা মঞ্চে বসে থাকতে হয় শুক্লবৈদ্য, সোমকে৷ জেলাশাসক পরে কয়েকটি সুপার বাসের ব্যবস্থা করে চা শ্রমিকদের গুয়াহাটিতে পাঠান৷ একই পরিস্থিতির সৃষ্টি হয় করিমগঞ্জে৷ সেখানে অধিকাংশ শ্রমিক ছোট বাসে না ওঠে বাগানমুখো হন৷এ দিকে, কংগ্রেস ক্যাম্পেন কমিটির চেয়ারম্যান প্রদ্যোৎ বরদলৈ তিন হাজার টাকা দেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে চা শ্রমিকদের নিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন৷ তিনি বলেন, সরকারি তহবিলের যেমন বিরাট অপচয় হচ্ছে, তেমনি তাতে চা শ্রমিকদের দুই-তিনদিনের হাজিরা মার খাবে৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর