নির্মলার সভায় চা শ্রমিক পাঠাতে গিয়ে গলদঘর্ম প্রশাসন
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
গুয়াহাটিতে শনিবার অনুষ্ঠিত হচ্ছে চা বাগিচা ধন পুরস্কার মেলা৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই অনুষ্ঠানে চা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা প্রদান কর্মসূচির সূচনা করবেন৷ মোট ৭ লক্ষ ৪৬ হাজার ৬৬৭ জন শ্রমিককে এই অর্থ প্রদান করা হবে৷ চা শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হলেও সরকার বিভিন্ন জেলা থেকে চা শ্রমিকদের একাংশকে খানাপাড়ায় নিয়ে যাচ্ছে৷ আর তা করতে গিয়েই কাছাড়-করিমগঞ্জে অসন্তোষ দেখা দেয়৷ চা শ্রমিকরা চড়বে, এই ভেবে স্বল্প দূরত্বের ছোট বাস ভাড়া করা হয়েছিল৷ তা দেখেই রেগে ওঠেন শ্রমিকরা৷ শিলচর আইএসবিটিতে সুপার বাসের দাবিতে তারা আন্দোলন শুরু করে দেন৷ আইএসবিটিতে যানবাহনের চলাচল বন্ধ করে দেন তাঁরা৷ তাঁদের আনুষ্ঠানিক যাত্রার জন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক মিহিরকান্তি সোম, জেলাশাসক কীর্তি জল্লিরা আইএসবিটিতে গিয়েছিল৷ কীসের আর অনুষ্ঠান! ফাঁকা মঞ্চে বসে থাকতে হয় শুক্লবৈদ্য, সোমকে৷ জেলাশাসক পরে কয়েকটি সুপার বাসের ব্যবস্থা করে চা শ্রমিকদের গুয়াহাটিতে পাঠান৷ একই পরিস্থিতির সৃষ্টি হয় করিমগঞ্জে৷ সেখানে অধিকাংশ শ্রমিক ছোট বাসে না ওঠে বাগানমুখো হন৷এ দিকে, কংগ্রেস ক্যাম্পেন কমিটির চেয়ারম্যান প্রদ্যোৎ বরদলৈ তিন হাজার টাকা দেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে চা শ্রমিকদের নিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন৷ তিনি বলেন, সরকারি তহবিলের যেমন বিরাট অপচয় হচ্ছে, তেমনি তাতে চা শ্রমিকদের দুই-তিনদিনের হাজিরা মার খাবে৷