ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

নতুন সেতুর জোরালো দাবি

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯ ০৭ ৩০  

আলিপুরদুয়ার নম্ব নম্বর ব্লকের মধ্য পারোকাটা কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি সংযোগকারী পিডব্লিউডি রোডে মরা রায়ডাক নদী পারাপার নিয়ে স্থানীয়রা এমনই দাবি তুললেন দীর্ঘদিন ধরেই বেহাল এই সেতু দিয়ে বৃহস্পতিবার ভারী শণ্যবাহী গাড়ি চলাচলেও এলাকাবাসী বাধা দেন তাঁদের অভিযোগ, পিডব্লিউডি ওই সেতুর ওপর থেকে ১০ টন ওজনের বেশি সামগ্রী নিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ বলে জানিয়েছে তা সত্ত্বেও ওই পণ্যবাহী গাড়িটিতে প্রায় ২৫ টনেরও বেশি সামগ্রী ছিল ফলে এলাকার সাধারণ মানুষ এদিন গাড়িটি আটকে দেয় বিষয়টি নিয়ে কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাও বলেন, 'আমি এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী পুলক রায়কে চিঠি দিয়েছি এই সেতুর ওপর অনেক মানুষ নির্ভরশীল' অবিলম্বে এবিষয়টিকে বিধানসভায় তুলবেন বলেও তিনি আশ্বাস দেন পিডব্লিউডির এগজিকিউটিভইঞ্জিনিয়ার প্রদীপ হালদারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা

হলেও তা সম্ভব হয়নি বেহাল এই সেতুটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে এলাকার সাধারণ মানুষকে খুবই সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিনিয়ত এই পথেই স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াত লেগেই থাকে এলাকার এক বাসিন্দা সুজিভদেবনাথের কথায়, 'এই সেতুর ওপর আট ফুট উচ্চতার হাইট বার দিলে কোনও আপৎকালীন পরিস্থিতিতে বা আগুন লাগলে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে তাই নতুন সেতু না করে দায়সারা কাজ করলে ব্যবসা-বাণিজ্য,

আগে দু'ধার পিডব্লিউডি' তরফে সেতু পরিদর্শন করা হয়ে গিয়েছে এমনকি তাদের উদ্যোগেই ঠিকাদারি সংস্থা ইতিমধ্যে দু'দিন সেতুর ওপর আট ফুটের হাইট বার লাগাতে এসেছিল স্থানীয়রাই সেই কাজে বাধা দেন তাঁদের দাবি, শুধুমাত্র হাইট বার লাগিয়ে সমস্যার সমাধান করলে হবে না সেতু তৈরি না হলে আগামীদিনে আলিপুরদুয়ার- ব্লকের সঙ্গে কুমারগ্রাম ব্লকের প্রায় এক লক্ষ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলেও তাঁরা জানান

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর