ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

কুমারী রূপে পুজিত হল ৭ বছর বয়সের রুদ্রাণী ব্যানার্জী।

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ২০ ০৮ ০৬   আপডেট: ৩ নভেম্বর ২০২২ ২০ ০৮ ০৬

কুমারী রূপে পুজিত হল ৭ বছর বয়সের রুদ্রাণী ব্যানার্জী।


আবদুল হাই,বাঁকুড়াঃ দীর্ঘ ধারাবাহিকতা মেনে বৃহস্পতিবার দশমী তিথিতে শাস্ত্র মতে কুমারী পুজো অনুষ্ঠিত হলো বাঁকুড়ার তালডাংরার শ্যামপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। এবার এখানে 'কুমারী রুপে পুজিতা হলেন ৭ বছর বয়সী রুদ্রাণী ব্যানার্জী। বাড়ি ঐ এলাকার দক্ষিণশোল গ্রামে।

   শাস্ত্রমতে, কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। কথিত আছে, কোলাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায়  বিপন্ন দেবতারা মহাকালীর স্মরণাপন্ন হন। তিনি দেবতাদের আবেদনে সাড়া দিযে় পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।

      শ্যামপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি সূত্রে খবর, শুরুর দিন থেকে এখানে দশমী তিথিতে কুমারী হয়। সেই প্রথা মেনে এবারও দশমী তিথিতেই কুমারী পূজা অনুষ্ঠিত হলো।

  এবারের 'কুমারী'র বাবা ও এই পূজা কমিটির অন্যতম সদস্য শিবদাস ব্যানার্জী বলেন, দুর্গাপূজার অন্যতম অঙ্গ কুমারী পূজা। আর বিজয়া দশমীর পূজার পাশাপাশি শুরুর দিন থেকেই এদিনেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। সকলের সহযোগীতায় এই প্রথা অব্যাহত বলে তিনি জানান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর