ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ১০ ১৪৩১   ২৪ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে

উজির আলি

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯ ১২ ১২ ০৮  

 সোমবার চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উত্তর মালদা সাংসদ মৌসম বেনজির নূর|
এদিন বর্ধিত সভায়, সাংসদ মৌসম কে অতিশীঘ্রই চাঁচলকে পুরসভা করার প্রস্তাব দেন
চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি|
শাসক দলের সমস্ত  কর্মী ও শীর্ষ নেতারা আরও বলেন, আসন্ন লোকসভার আগে চাঁচোলকে পুরসভা  ঘোষনা করা হলে, শাসক দলের একটা ভালো ফলাফল দেখা দিবে|
এবং এতে রাজ্যের  একটা নতুন উপহার দেখা দিবে চাঁচলে , যা চাঁচল বাসীর হৃদয় ছোয়ার মতো|
মৌসম নূর বর্ধিত সভার প্রস্তাব শুনে বলেন, এ বিষয় নিয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে বিস্তারিত সবিস্তারে আলোচনা করবো|
 যতটা সম্ভব চেষ্টা করে যাবো|
যদিও  লোকসভার আগে পুরসভা না হয় তবে এবছরেই চাঁচোলকে পুরসভা করা হবে|
এবিষয়ে সাংসদ আশ্বাস দেন শাসক দলের চাঁচল ১ নং ব্লক কমিটিকে||

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর