ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়

পুষ্পপ্রভাত ডেক্স

প্রকাশিত: ২ জুন ২০১৯ ২১ ০৯ ০২   আপডেট: ২ জুন ২০১৯ ২১ ০৯ ০২

হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়। 

সংবাদদাতা, মালবাজার, ২ জুন

আদিবাসী সমাজের প্রাচীন ধর্ম "সরনা ধর্ম"। প্রকৃতির  উপাসক  এই প্রাচীন ধর্মের সরকারি স্বীকৃতি ও আদিবাসীদের  জনগননায় পৃথক কলমের দাবী উঠে এলো তাদের প্রর্থনা সভা থেকে। রবিবার সকালে মেটেলি ব্লকের ডাঙ্গি চাবাগানে আদিবাসী প্রাচীন রাজি পারাহা  সমাজের পক্ষ এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেই সভায় এই দাবী উঠে আসে। পাশাপাশি বিভিন্ন স্কুলে আদিবাসী ভাষায় পঠন পাঠনের দাবী জানান হয়। এদিন এই প্রার্থনাসভায় মুখ্য প্রবক্তা ছিলেন ধীরাজ ভগত, জেলা সভাপতি সুনীল উরাও, তরাই এলাকার ফাগুয়া বাকলা প্রমুখ। তারা বলেন, আমাদের সরনা ধর্ম প্রাচীন ধর্ম। আমরা প্রকৃতির উপাসক। প্রকৃতির বিভিন্ন উপাদানকে পুজা করি। অথচ আমাদের হিন্দু ধর্মের মধ্যে ধরা হয়েছে। আমরা পৃথক সরকারি স্বীকৃতি চাইছি। পাশাপাশি এটাও বলা দরকার জনগননায় ১৯৫১ সাল পর্যন্ত আদিবাসীদের জন্য পৃথক কলম ছিল। পরে সেটা তুলে দেওয়া হয়। আমরা পৃথক কলম চাইছি। 
এদিন এই প্রার্থনা সভা উপলক্ষে আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুস্টান পরিবেশন করা হয়।                                                      

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর