শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুমারী রূপে পুজিত হল ৭ বছর বয়সের রুদ্রাণী ব্যানার্জী।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

কুমারী রূপে পুজিত হল ৭ বছর বয়সের রুদ্রাণী ব্যানার্জী।


আবদুল হাই,বাঁকুড়াঃ দীর্ঘ ধারাবাহিকতা মেনে বৃহস্পতিবার দশমী তিথিতে শাস্ত্র মতে কুমারী পুজো অনুষ্ঠিত হলো বাঁকুড়ার তালডাংরার শ্যামপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। এবার এখানে 'কুমারী রুপে পুজিতা হলেন ৭ বছর বয়সী রুদ্রাণী ব্যানার্জী। বাড়ি ঐ এলাকার দক্ষিণশোল গ্রামে।

   শাস্ত্রমতে, কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। কথিত আছে, কোলাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায়  বিপন্ন দেবতারা মহাকালীর স্মরণাপন্ন হন। তিনি দেবতাদের আবেদনে সাড়া দিযে় পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।

      শ্যামপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি সূত্রে খবর, শুরুর দিন থেকে এখানে দশমী তিথিতে কুমারী হয়। সেই প্রথা মেনে এবারও দশমী তিথিতেই কুমারী পূজা অনুষ্ঠিত হলো।

  এবারের 'কুমারী'র বাবা ও এই পূজা কমিটির অন্যতম সদস্য শিবদাস ব্যানার্জী বলেন, দুর্গাপূজার অন্যতম অঙ্গ কুমারী পূজা। আর বিজয়া দশমীর পূজার পাশাপাশি শুরুর দিন থেকেই এদিনেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। সকলের সহযোগীতায় এই প্রথা অব্যাহত বলে তিনি জানান।