ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বেটারী চালিত স্কুটি তৈরি করে চমক দেখালো বদরপুর বাগুয়ার যুবক মদনর

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১ ১৮ ০৬ ১০  

আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুরের বাগুয়ার প্রতিভাবান যুবক মদন রায়ের ভাগ্যে জোটে নি সরকারি সাহায্য । দারিদ্র্য তাকে সঙ্গী করে কোন মতে পাঠশালার গণ্ডী পের হয়ে অভাবের তাড়নায় করিমগঞ্জের একটি গ্যারেজে মেকানিক্সের কাজ শুরু করে। দু বছর কাজ করে এই প্রতিভাবান যুবকে নিজে নিজে তৈরি করে একের পর এক ইলেকট্রনিক যন্ত্র। যা চোখ ধাঁধানোর মতো। প্রথমে নিজের কৌশলে তৈরি করে একটি হেলিকপ্টার, স্পীড বোর্ড, জেসিবি এবার বেটারী চালিত স্কুটি সব কটি যন্ত্র বর্তমানে চলছে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই প্রতিভাবান যুবকের সংবাদ বার বার সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে ও তার কপালে জোটে নি সরকারি কোন সুবিধা। করিমগঞ্জ তথা বরাক উপত্যকার কোন নেতা মন্ত্ৰী এমন প্রতিভাবান যুবকের প্রতিভা বিকশিত করতে এগিয়ে আসেন নি। মদনের অভিযোগ অনেক নেতা প্রতিশ্রুতি দেন যে তাকে সরকারি সুবিধা পাইয়ে দিবেন কিন্তু আজও সরকারি কোন সুবিধা সে পায় নি। তাই এবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোড় করে বিনম্র আবেদন জানায় যে থাকে আর্থিক সাহায্যের ও প্রধানমন্ত্রী স্কেল ডেভেলাপমেন্টর অধীনে আরও উন্নত মানের কাজ শিখার সুযোগ করে দিতে তা হলে তার অনেক স্বপ্ন পূরণ হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর