ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মহিলারা নিরাপদ ! কাছাড়ে আক্রান্ত ৭০ শতাংশই পুরুষজন

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৩৭   আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৩৭

করােনাকালে মহিলারা আক্রান্ত হচ্ছেন তুলনামূলকভাবে কম ! সমগ্র বিশ্বের পরিসংখ্যানই তুলে ধরছে । এমন চিত্র । এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি কাছাড় জেলাও । জেলায় এ পর্যন্ত যাদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । তাদের সিংহভাগই পুরুষ । মৃত্যু ঘটা লােকেদের ক্ষেত্রেও প্রযােজ্য একই কথা । স্বাস্থ্যবিভাগের পরিসংখ্যান অনুযায়ী , গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৮৪১৫ জন , এরমধ্যে ৫৮৫১ জনই পুরুষ , শতকরা হিসেবে প্রায় ৭০ শতাংশ ( ৬৯.৫৩ শতাংশ ) । সেখানে ২৫৬৪ জন পজিটিভ মহিলার শতকরা হিসেবে গিয়ে দাঁড়ায় ৩০.৪৭ পুরুষদের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর ক্ষেত্রে পরিসংখ্যান আরও ভয়াবহ । ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মৃত্যু ঘটেছে ৯৮ জন পজিটিভ রােগীর । এরমধ্যে ৭২ জনই পুরুষ , শতকরা হিসেবে ৭৩.৪৬ শতাংশ । বাকি ২৬ জন মৃত মহিলার শতকরা হিসেবে গিয়ে দাঁড়ায় ২৬.৫৪ শতাংশে । কেন আক্রান্ত হওয়া ও মৃত্যুর সংখ্যার ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের মধ্যে এতাে ফারাক । তবে কি মহিলাদের শারীরিক প্রতিরােধ ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি । এনিয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্তর বক্তব্য , এটা সাধারণ চিন্তাধারার ব্যাপার । গড়পড়তা ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় বাইরে বের হন কম । বাইরে বের হলে সংক্রমণের ঝুঁকি থেকেই যায় । তাই পুরুষদের মধ্যে মহিলাদের তুলনায় সংক্রমণ ঘটছে । বেশি । এক্ষেত্রে মহিলাদের শারীরিক প্রতিরােধ ক্ষমতা বেশি , এমন কিছু ভেবে নেওয়ার মানে নেই । একই কথা শােনা গেছে , স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন । চৌধুরীর মুখেও । সুমনবাবু বলেন , এর জন্যই বারবার সতর্ক করে বলা হচ্ছে প্রয়ােজন ছাড়া কেউ যেন বাইরে বের না হন । আর বের হলেও মুখে মাস্ক পরিধান সহ অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলা আবশ্যক । কিন্তু এসব কথা কানে তুলতে চান না অনেকেই । তার কথায় , হাটেবাজারে ভিড় করা বা বেপরােয়া চলাচলের অভ্যাসটা যেন আমরা ছাড়তেই পারছি না । স্বাভাবিক পরিস্থিতিতে এসব নিয়ে না ভাবলেও চলে , কিন্তু বর্তমান দুর্যোগের পরিস্থিতিতে নিয়ম - কানুন মেনে চলতে হবে । অন্তত নিজেদের স্বার্থে তা বােঝা উচিত সবার । এদিকে স্বাস্থ্য বিভাগের অন্য এক সূত্রে জানা গেছে , ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় যে ৮৪১৫ জনের টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে এর মধ্যে আরটিপিসিআর টেস্ট করা হয়েছে ২৩৪৩ জনের , বাকি ৬০৭২ জনের পজিটিভ এসেছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে । ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আরটিপিসিআর টেস্ট করা হয়েছে মােট ৪৭৩৪৪ জনের , র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে ৬৭৪৯৭ জনের । সেই হিসেবে আরটিপিসিআর টেস্টে পজিটিভ এসেছে ৪.৯৪ শতাংশের এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৮.৯৯ শতাংশের ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর