ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কুমারী রূপে পুজিত হল ৭ বছর বয়সের রুদ্রাণী ব্যানার্জী।

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ২০ ০৮ ০৬  

কুমারী রূপে পুজিত হল ৭ বছর বয়সের রুদ্রাণী ব্যানার্জী।


আবদুল হাই,বাঁকুড়াঃ দীর্ঘ ধারাবাহিকতা মেনে বৃহস্পতিবার দশমী তিথিতে শাস্ত্র মতে কুমারী পুজো অনুষ্ঠিত হলো বাঁকুড়ার তালডাংরার শ্যামপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। এবার এখানে 'কুমারী রুপে পুজিতা হলেন ৭ বছর বয়সী রুদ্রাণী ব্যানার্জী। বাড়ি ঐ এলাকার দক্ষিণশোল গ্রামে।

   শাস্ত্রমতে, কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। কথিত আছে, কোলাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায়  বিপন্ন দেবতারা মহাকালীর স্মরণাপন্ন হন। তিনি দেবতাদের আবেদনে সাড়া দিযে় পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।

      শ্যামপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি সূত্রে খবর, শুরুর দিন থেকে এখানে দশমী তিথিতে কুমারী হয়। সেই প্রথা মেনে এবারও দশমী তিথিতেই কুমারী পূজা অনুষ্ঠিত হলো।

  এবারের 'কুমারী'র বাবা ও এই পূজা কমিটির অন্যতম সদস্য শিবদাস ব্যানার্জী বলেন, দুর্গাপূজার অন্যতম অঙ্গ কুমারী পূজা। আর বিজয়া দশমীর পূজার পাশাপাশি শুরুর দিন থেকেই এদিনেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। সকলের সহযোগীতায় এই প্রথা অব্যাহত বলে তিনি জানান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর