ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯ ২২ ১০ ০০  

হাইলাকান্দি নবাগত জেলাশাসক জলি কীর্তি ও কাছাড়ের নতুন জেলাশাসক লয়া মাদ্দুরী

হাইলাকান্দি নবাগত জেলাশাসক জলি কীর্তি ও কাছাড়ের নতুন জেলাশাসক লয়া মাদ্দুরী

গুয়াহাটি প্রতিনিধি

বরাকের তিন জেলায় আসাম রাজ্যের ১৭ জেলায় নতুন ডিসি নিয়োগ করা হয়েছে । রাজ্য প্রশাসনের পার্সোন্যল (এ) বিভিগের কমিশনার সচিব কেকে দ্বিবেদি এই নিদের্শিকা জারি করেছেন ।  তালিকা অনুযায়ি কাছাড়ে নতুন ডিসি লয়া মাদ্দুরী ( আইএএস ) , করিমগঞ্জে ফনিভুষণ রায় (এসিএস) ও হাইলাকান্দিতে জলি কীর্তিকে (আইএএস) নয়া মহিলা জেলাশাসক নিযুক্ত দেওয়া হয়েছে । 

কাছাড়ের জেলাশাসক ডঃ এস লক্ষণকে (আইএএস) একই পদে শিবসাগর জেলায় বদলি করা হয়েছে ।  হাইলাকান্দির জেলাশাসক আদিল খানকে (আইএএস)একই পদে  বঙ্গাইগাঁওয়ের  বদলি করা হয়েছে । করিমগঞ্জে জেলাশাসক প্রদীপ কুমার তালুকদারকে (এসিএস ) জেলাশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । তিনি দিসপুর সাধারণ প্রশাসন বিভাগের সচিব হিসাবে দায়িত্ব পালন করদেন ।  কাছাড়ের নয়া ডিসি লয়া মাদ্দুরী ডিব্রুগড়ে একই পদে ছিলেন। কাছাড়ে ডিডিসি পিবি রায়কে করিমগঞ্জের জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয় । হাইলাকান্দি নবাগত জেলাশাসক জলি কীর্তি রাজ্যের মুখ্য সচিবের স্টাফ অফিসার হিসাবে কর্মরত ছিলেন । এদিকে ডিব্রুগড়ে পিজি ঝাড়ণী , চোরাইদেওয়ে ডি সন্দিকৈ , যোরহাটে রশ্মি অপরাজিত , গোলাঘাটে ডি হাজরিকা , নগাঁওয়ে যাদব শইকিয়া , হোজাইয়ে টিপি বঢ়গোঁহাই , নলবাড়িতে  বিবি দেব চৌধুরী , বরপেটায় মুণীন্দ্র শর্মা , বাকসায়  ভাস্কর পেণ্ড, দরঙ্গে ঘনশ্যাম  দাস , শোণিতপুরে পিএন সাম্ভাজি এবং বিশ্বনাথ জেলায় পিআর খাউন্ডকে নতুন জেলাশাসক নিযুক্ত দেওয়া হয়েছে । 

এদিকে বরাক উপত্যকার ডিভিশন্যাল কমিশনার ডঃ আনোয়ার উদ্দিন চৌধুরীকে হস্ততাঁত শিল্প বিভাগে থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর