ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মচারীদের সংবর্ধনা সিউড়িতে

নিজস্ব সংবাদদাতা, বীরভূম

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১ ০৮ ০৮ ০১  

রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বীরভূমের সিউড়ির একটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের কর্মচারীদের করোনা যোদ্ধা হিসেবে সম্বর্ধনা দেওয়া হল । এই কোভিদ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসনের পাশাপাশি নিরলস পরিষেবা দিয়ে চলেছেন ব্যাংকের ম্যানেজার ও কর্মচারীরা। সিউড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বেসরকারি ব্যাংকের ম্যানেজার সহ কর্মচারীদের আজ করোনা যোদ্ধা হিসেবে সংবর্ধনা দেওয়া হল। সম্বর্ধনা হিসেবে তাদের হাতে একটি স্মারক ও স্যানিটাইজার, N-95 মাস্ক প্রভৃতি তুলে দেওয়া হয়। রিওয়ার্ড এর তরফে উপস্থিত ছিলেন কর্ণধার রাখী ব্যানার্জি, সভাপতি রাজু রায়, এমেল হেমব্রম ও খান আরশাদ । রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডেপুটি ম্যানেজার ও বেসরকারি ব্যাংকের ম্যানেজার সম্বর্ধনা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রিওয়ার্ড এর কর্ণধার রাখী ব্যানার্জিকে। রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই করোনা আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান ধরনের সমাজসোমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে লাগাতার। রাজ্যের বিভিন্ন জেলার শহর থেকে গ্রামান্তরে মানুষদের এই অতিমারির সময়ে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দুস্থ অসহায় মানুষদের নানাবিধ ভাবে সাহায্য ও ত্রাণ বিতরণ ছড়াও করোনা আবহে শিক্ষার ক্ষেত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে রিওয়ার্ড। দুঃস্থ শিশুদের বাড়িতে বসেই শিক্ষা দানের ব্যবস্থা করা হয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার রাখী ব্যানার্জীর নির্দেশে। এই করোনা অতিমারিতে দিনের পর দিন পরিষেবা দিয়ে চলেছেন বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও তাদের কর্মচারীরা। এইসব করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে রিওয়ার্ড এর তরফে সিউড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বেসরকারি ব্যাংকের ম্যানেজার ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডেপুটি ম্যানেজার বিমল কুমার দাস ও কল্যাণ কেশ জানিয়েছেন তারা সম্বর্ধনা পেয়ে খুবই খুশি। ধন্যবাদ জ্ঞাপন করেছেন রিওয়ার্ড কর্ণধারকে। তাঁরা জানিয়েছেন তাদের ব্যাংকের বহু স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন, সুস্থ হওয়ার পর আবারও কাজে যোগ দিয়েছেন। লাগাতার পরিষেবা তারা দিয়ে চলেছেন। কিন্তু এভাবে তাদেরকে কেউ সংবর্ধনা দেবে তা তাঁরা ভাবেননি। স্বভাবতই তাঁরা খুবই আনন্দ প্রকাশ করেছেন। অপরদিকে একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার পলাশ হালদার জানিয়েছেন এই সম্বর্ধনা পেয়ে তাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ জানানোর মতো তাদের মুখে ভাষা নেই। রিওয়ার্ড এর কর্ণধার রাখী ব্যানার্জি জানিয়েছেন এইসব করোনা-যোদ্ধাদের সংবর্ধনা দিতে পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি।

 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর