ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বেলডাঙায় আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ ০৯ ০৯ ৩৭   আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ০৯ ০৯ ৩৭

সফিকুল ইসলাম,বেলডাঙা, মুর্শিদাবাদ: গোপন সূত্রের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে বেলডাঙা থানার পুলিশ গ্রেফতার করল এক যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি দেশি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও চারটি তাজা কার্তুজ।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম মুবারক হোসেন ওরফে মুবারক শেখ (২৪)। তার বাড়ি কালিতলা শেখপাড়ায়। ওই রাতেই তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনায় বেলডাঙা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

এ বিষয়ে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুবারক শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। তাকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধৃত যুবক অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। তার কাছে আরও অস্ত্র মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, “এটি দুষ্কৃতীদের কাছে স্পষ্ট বার্তা—যে অবৈধ অস্ত্র কিংবা বিস্ফোরক রাখার সঙ্গে কেউ জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর