ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বিমার টাকার লোভে বাবাকে খুন, ধৃত ছ’জন

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৮ ০৬ ৩৩   আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৮ ০৬ ৩৩

তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাপের ছোবলে মৃত্যু বলে যে ঘটনাকে প্রথমে দুর্ঘটনা মনে করা হয়েছিল, তা যে ঠান্ডা মাথার খুন—দু’মাস পরে সেই রহস্যই ফাঁস করল পুলিশ। বিমার প্রায় তিন কোটি টাকা পাওয়ার লোভে ৫৬ বছরের গণেশনকে খুনের অভিযোগ উঠেছে তাঁরই দুই পুত্রের বিরুদ্ধে। এই ঘটনায় মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২২ অক্টোবর গণেশনের মৃত্যু হয়। তিনি স্থানীয় এক স্কুলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। শুরুতে সাপের ছোবলেই তাঁর মৃত্যু হয়েছে ধরে নিয়ে তদন্ত শুরু হয়। কিন্তু পুলিশি অনুসন্ধানে ধরা পড়ে, সাপে ছোবল দেওয়ার পরও তাঁকে হাসপাতালে নিতে অকারণে দেরি করা হয়েছিল। বাড়ির কাছেই স্বাস্থ্যকেন্দ্র থাকা সত্ত্বেও প্রায় ৪৫ মিনিট ধরে অ্যাম্বুল্যান্সের অপেক্ষা করা হয়, যা তদন্তকারীদের সন্দেহ বাড়ায়।

হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসক গণেশনকে মৃত ঘোষণা করেন। এর মাত্র ১৫–২০ মিনিটের মধ্যেই তাঁর পুত্রেরা বিমা সংস্থায় ফোন করে টাকা তোলার প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন। তদন্তে আরও জানা যায়, গণেশনের নামে মোট ১১টি বিমা ছিল, যার মধ্যে চারটি জীবনবিমা।

ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল জিজ্ঞাসাবাদে পুত্রদের স্বীকারোক্তি পায়। তাঁদের সহযোগিতায় এই খুনের পরিকল্পনা হয়েছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করে পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর