ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ১০ ১৪৩১   ২৪ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-‌সহ ৩ সদস্য

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯ ১৯ ০৭ ৪৩  

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-‌সহ ৩ সদস্য।


হক নাসরিন বানু, মালদা:
বিজেপি-‌র অনৈতিক কাজে বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান-‌সহ ৩ সদস্য। এই ঘটনায় পুরাতন ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতে বড়সড় ধাক্কা খেল বিজেপি। প্রধান লক্ষ্মীরাম হাঁসদা-‌সহ ৩ সদস্য ফুলমণি হেমরম, বিসনি কোরা মুদি ও বাবুরাম হেমরম। এদিন তাঁদের দলীয় পতাকা হাতে তুলে দেন জেলা তৃণমূল নেতা বাবলা সরকার। তিনি বলেন,‘‌ভাবুক গ্রাম পঞ্চায়েতে বিজেপি-‌র ব্লক ও জেলা নেতৃত্ব তাদের কাজ করতে দিচ্ছিল না। পাশাপাশি যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে, দিনকে দিন উন্নয়ন হয়েই চলেছে সেখানে। তাই বিজেপি-‌র প্রতি বীতশ্রদ্ধ হয়ে দলনেত্রী মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে দলে যোগদান করেন তাঁরা।’‌

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর