ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী।  স

পুষ্প প্রভাত সংবাদদাতা

প্রকাশিত: ৯ জুন ২০১৯ ১৬ ০৪ ৪০   আপডেট: ৯ জুন ২০১৯ ১৬ ০৪ ৪০

 জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার তৃনমুল কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার জন্য হোল টাইমস স্থায়ী সভাপতি চাই অন্যথায় সভাপতি বদল করে নতুন সভাপতি নির্বাচিত করা হোক। তৃনমুল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের সভা থেকে এমন দাবী উঠে এল। বৃহস্পতিবার রাজগঞ্জ বাজারে শ্রীসংঘ ক্লাব ভবনে তৃনমুল কংগ্রেস প্রভাবিত একাধিক শ্রমিক সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় শ্রমিকদের নুন্যতম মজুরী, আগামী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সেই সভায় সভাপতি বদলের দাবী উঠে আসে।টিডিপিডাবলুইউর কেন্দ্রীয় কমিটির সম্পাদক পুলিন গোলদাতা জানান, আজ আমাদের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। আমদের গত ২ জুনের চিঠির ভিত্তিতে আগামী ১১ জুন যুগ্ম শ্রম আধিকারিকের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকে আমরা শ্রমিকদের নুন্যতম মজুরী সহ স্টাফ ও সাবস্টাফদের বেতন এবং বকেয়া প্রদানের দাবী জানাব। সভার সিদ্ধান্ত দেখে আগামী ২০ জুন শ্রম আধিকারিকের দপ্তরে ঘেরাও করার কর্মসূচি নেব। পাশাপাশি দলের কাছে আমরা এটা দাবি করেছি যে আগামী ২০২০ সালে একাধিক পৌর নির্বাচন আছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচন।স্বাভাবিকভাবেই এইসময় দল পরিচালনার জন্য জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার জন্য জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত একজন করে হোল টাইম সভাপতি করা হোক। বর্তমান সভাপতি গন একাধিক পদে থাকায় নানান কাজে ব্যাস্ত থাকেন। দলের জন্য স্থায়ী সভাপতি দরকার। অন্যথায় সভাপতি বদল করে নতুন সভাপতি নির্বাচিত করা হোক। 
তবেই দল ঘুরে দাড়াবে। 
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই দাবী ওঠায় দলের বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। এনিয়ে এই দুই জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ধরা যায়নি।     

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর