ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ০৪  

দীর্ঘ সময় ধরে পরিবার ছাড়া বিদেশে থাকলে মনে অবসাদ নেমে আসে। মানসিক চাপ থাকে। ভারতীয় ক্রিকেটাররা অনেকদিন ধরেই দাবি তুলছিলেন, বিদেশ সফরে যেন স্ত্রীকে সঙ্গে রাখার অনুমতি দেয় বোর্ড। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এতদিন পর্যন্ত সে দাবি নিয়ে ভাবনা-চিন্তা তেমন একটা করেনি। এবার বিদেশ সফর চলাকালীন স্ত্রীকে সঙ্গে রাখার দাবি তুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

ভারতীয় বোর্ডের নিয়মানুযায়ি, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা বিদেশ সফরে থাকাকালীন মাত্র দুই সপ্তাহ নিজেদের সঙ্গে স্ত্রীকে রাখতে পারবেন। কোহলি এবার বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তার কাছে আবেদন করেছেন, বিদেশ সফর চলাকালীন দলের খেলোয়াড় ও স্টাফরা যেন পুরো সময়জুড়ে স্ত্রীকে নিজেদের সঙ্গে রাখতে পারেন!

জানা গেছে, ইতিমধ্যে ব্যাপারটা সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-র কাছেও পৌঁছেছে। সিওএ প্রধান বিনোদ রাই ও ডায়না এডুলজি এই ইস্যুতে ভাবনা-চিন্তা শুরু করেছেন। সিওএ-এর তরফ থেকে ভারতীয় দলের ম্যানেজার সুনীল সুভ্রমনিয়ামকে নিয়ম বদলের জন্য আবেদন করতে বলা হয়েছে। তবে এই ব্যাপারে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চাইছে না সিওএ। বরং বোর্ডের পরবর্তী আলোচনাসভায় এ প্রসঙ্গ উত্থাপনের ভাবনা রয়েছে বিনোদ রাইদের।

বিসিসিআইয়ের এক কর্তা বলছেন, বিরাট কোহলি, শিখর ধাওয়ানের স্ত্রীরা দলের সঙ্গে সফর করে। কিন্তু পুরো সময়টা থাকতে পারে না। নিয়মের গেরো থাকায় তাঁদের নির্ধারিত সময়ের পর দেশে ফিরতে হয়। কোহলি নিজে এই নিয়মে বদল চাইছেন। বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রীদের থাকা কতটা সঙ্গত, এ ব্যাপারে এর আগেও বিশ্ব ক্রিকেট দ্বিধাবিভক্ত হয়েছে। একটা সময় অস্ট্রেলিয়া ক্রিকেটে এই নিয়ে তীব্র ডামাডোল হয়েছিল। অ্যাশেজ হারের পর অনেকেই অজি ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সের জন্য তাঁদের স্ত্রীদের দায়ী করেছিলেন। এখন ভারত এই পথে হাঁটবে কিনা সেটা সময় বলবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর