ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ২৭ অক্টোবর ২০২৫   কার্তিক ১১ ১৪৩২   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

জোয়ার ভাটা

নাজমাতুল লায়লা

প্রকাশিত: ২৪ জুন ২০২১ ১৯ ০৭ ২৯   আপডেট: ২৪ জুন ২০২১ ১৯ ০৭ ২৯

মানবের বৈচিত্র্যময় জীবন নানান ঘাত প্রতিঘাতে গড়া! কখনো জোয়ার-কখনো ভাটা!ফলে একটা গল্প শেষ না হতেই আর একটা গল্পের হয় শুরু l সেই ছোট্ট বেলায় ঈদের সময় যখন সবাই ঈদের আগমনের আনন্দে আত্মহারা, কেনা কাটায় যে-যার মত ব্যস্ত ঠিক তখনই পাশের বাড়ির ফুটফুটে একটি দশ বছরের ছোট্ট মেয়ে যার নাম টুসি, সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে সবার দিকে l টুসির শত ইচ্ছে থাকলেও মুখ ফুটে প্রকাশ করতে পারছে না বাপ মায়ের কাছে৷ কেননা এই লকডাউনে আব্বার টিউশনটা আজ এক বছর যাবৎ বন্ধ রয়েছেl সংসারে আজ কাল প্রায় নুন আনতে পান্তা ফুরোয় টুসিদের ৷ সেই পরিবারে ঈদের জামা কাপড় আশা করা যে এক স্বপ্ন! সেকথা এক রত্তি ছোট্ট মেয়েটিও বুঝে গিয়েছে৷ সেই এক রত্তি ছোট্ট মেয়েটি সব কিছু জেনে বুঝেও কিন্তু ভুলে যায়নি তার স্কুলের কথা-পড়াশোনার কথা l টুসি যখন আধো আধো করে কথা বলতে পারত গুটি গুটি পায়ে চলতে শিখেছিল তখন থেকেই সে তার আব্বার কোলে বসে ছড়া শুনে শুনে মুখস্ত করে ফেলতো l সেই ছোট্ট মেয়েটি ছিল বাপ মায়ের এক মাত্র মেয়ে তাই স্বাভাবিক ভাবেই ছিল প্রচন্ড জেদি আর গম্ভীরl এই ভাবেই আদর ভালোবাসা আর জেদ নিয়েই লালন করতে থাকলো তার এক বুক স্বপ্ন, পড়াশোনা করে মানুষের মত মানুষ হয়ে সে বাপ মায়ের পাশে দাঁড়াবে l এই স্বপ্ন বুকে নিয়ে সে এগোতে থাকে সামনের দিকে৷ কিন্তু টুসি জানতো না একদিন থমকে যাবে সব কিছু, অমাবস্যার গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে স্বপ্নের আশা৷ হঠাৎ করে এক অজানা ভয়ঙ্কর তান্ডব কাল বৈশাখী ঝড়ে ভেঙে যাবে তার সাজানো স্বপ্নের বাগান....! যেদিন বাড়ি ফেরার সময় তার আব্বা পথ দুর্ঘটণায় মারা যান৷

Puspaprovat Patrika