ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

জাষ্টিস আব্দুল গনি সাহেব সকল কৃতি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা l

মোঃ আবুল কাশিম

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১ ১৮ ০৬ ৫০   আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৮ ০৬ ৫০

সে এখন অতীত,দীর্ঘ দুই দশকের বদনাম কাটিয়ে কালিয়াচক এখন শিক্ষার আতুড়ঘরে পরিনত হয়েছে।খবরের শিরোনামে যে কালিয়াচক একদিন রক্তে রঞ্জিত হতো সেই কালিয়াচক আজ কলমের কালিতে রঞ্জিত।সংখ্যালঘু অধ‍্যুসিত এই এলাকা বর্তমান পরিস্থিতিতে রাজ‍্যো তথা দেশের মধ্যে উপরের সারিতে নিজের জায়গা করে নিয়েছে শিক্ষা ক্ষেত্রে।বোর্ড,কাউন্সিল,জয়েন্ট এন্টান্স,প্রতিযোগিতা মূলক,মেধাভিত্তিক বিভিন্ন ধরনের পরিক্ষায় সম্মান জনক জায়গা তৈরী করে কালিয়াচককে এলাকার ছাত্র-ছাত্রীরা নিত‍্যদিনের খবরের শিরোনামে তুলে ধরেছে।চলতি বছরও পশ্চিমবঙ্গ মাদ্রাসা ও মধ্যশিক্ষা পর্ষদের পরিক্ষায় যুগ্ম ভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে এই কালিয়াচকের ছাত্র-ছাত্রীরা,কৃতি ছাত্র-ছাত্রী দের মধ্যে সাইনি সিদ্দিকা,উমরা সিদ্দিকা,সাদিয়া সিদ্দিকা,ফারুক হোসেন,মোহাম্মদ ইউসুফ আলি অন‍্যতম।স্বাভাবিক ভাবেই কালিয়াচকের শিক্ষা ক্ষেত্রে খুশির হাওয়া বইছে,আশার আলো দেখছে সাধারণ খেটে খাওয়া পরিবার গুলো যারা দিন আনে দিন খায় কিন্তু ছেলে-মেয়েরা পড়াশোনা করে,রাজ‍্যো সরকারের যুগান্তকারী প্রকল্প কন‍্যাশ্রী,রূপশ্রী,ঐক‍্যশ্রীর উপর ভর করে। ৫৩'সুজাপুর বিধানসভার বিধায়ক জাষ্টিস আব্দুল গনি সাহেব সকল কৃতি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন,তাছাড়া উচ্চ শিক্ষার জন্য সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।আব্দুল গনি সাহেব বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ক্ষেত্রে আমরা যতো শক্তিশালী হবো আমাদের সামাজিক, মানবিক,মানসিক অর্থনৈতিক, রাজনৈতিক বিকাশ ততো ঘটবে এবং ঘটছে,তিনি আশাবাদী শিক্ষাক্ষেত্রে কালিয়াচক একদিন দেশের শির্ষ স্থানে পৌঁছবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবরকম সহযোগিতা করবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর