ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

জলফড়িং এর অভিনব ভাবনা

বেদশ্রুতি মুখার্জী

প্রকাশিত: ৩০ জুন ২০২০ ১৮ ০৬ ০৯  

সাহিত্যের অঙ্গনে জলফড়িং ম্যাগাজিনের নাম সকলেরই জানা। নতুন প্রতিভাদের উন্মেষের একটা খোলা প্ল্যাটফর্ম হলো জলফড়িং, ঠিক যেন ফড়িং এর ডানায় ভাসা রঙিন স্বপ্নের সওদাগর এই ম্যাগ। এবারে এই দীর্ঘ ক্লান্তিকর লকডাউনের গৃহবন্দী দশায় একটুকরো আকাশ খুড়ে সকলকে একঝলক বিনোদনের খোলা হাওয়ায় ভাসাতে হঠাৎ মনে হওয়া এক সন্ধ্যেতে জলফড়িং ফাউন্ডার সুদীপ্ত সেনের উদ্যােগে কবি তুষার কান্তি রায়, কবি সুপ্রকাশ অধিকারী, কবি অরূপ সরকার এবং কবি সুদীপ্ত সেন মিলিত ভাবে তৈরী করলেন ১৬ টা লাইন। 

"থামো কিছু হবে" নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেই আড্ডা দিতে গিয়ে তাঁরা চারজন মিলে এই লাইন গুলো তৈরী করেন। 
লাইন গুলোকে সুরে বেঁধে ফেলে নিজের মতো করে গাইবেন সংগীত  শিল্পী সৌপ্তিক মল্লিক। গানটি খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে জলফড়িং ওয়েব ম্যাগাজিনের নিজস্ব ইউটিউব  চ্যানেল থেকে। সমসাময়িক পরিস্থিতি এবং আগামী দিন গুলোর কথা ভেবেই এই গানের বিষয়বস্তু তৈরী হয়েছে। গানটার কথা এবং সুর মানুষের মনের খুব কাছাকাছি... ইনডেক্সে তা তুলে ধরা হলো...।

গল্পে ঠাসা বাড়ি পাঁচিলে বটফুল
অযুত আমি হাঁটি নিযুতে দিকভুল
শঙ্খলাগা পথে অচেনা ভরপুর
বুকের দামামায় ইশারা যদ্দুর।

ফাঁকা এ তল্লাটে পেরিয়ে চৌকাঠ
থমকে গেছি আমি অচেনা পথঘাট
গভীরে অবসাদ শঙ্কা ভরপুর
এভাবে কতদিন ভাঙবো রোদ্দুর।

সন্ধ্যে হয়ে আসে নিশুতি কোলাহল
কবিতা একা হাঁটে বুকেতে দাবানল
আমিও বন্দী আলেয়া চত্বরে
খবর আসেনি কী হাওয়ার দপ্তরে!

আঁধারে জাগে তারা নীরবে একাকী
প্রখর রোদ তুমি এখনো মাখো কী!
ক্লান্তি মেখে ওড়ে স্বপ্ন গুঁড়োগুঁড়ো।
বাকিটা মোহটান অল্প উড়োউড়ো।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর