ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

.কাউন্সিলের কাছে হেনস্তার শিকার স্বাস্থ্য কর্মী

শঙ্কর গুপ্ত

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯ ১৭ ০৫ ১২  

পালস পোলিও ডিউটি করতে গিয়ে হেনস্তার শিকার হলেন কাউন্সিলর এর কাছে এক মহিলা স্বাস্থ্য কর্মী চম্পা কুন্ডু ।তার  অভিযোগের তীর কালিয়াগঞ্জ এর 13 নং ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের মঞ্জুরী দত্ত দামের বিরুদ্ধে । ঘটনাটি আজ কালিয়াগঞ্জ এর ১৩ নং ওয়ার্ডে রানিং বুলেট ক্লাবের সামনে যখন পালস পোলিও ড্রপ খাওয়ানো হচ্ছিল বাচ্চাদের তখন হঠাৎ করে এই ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরি দত্তদাম নাকি সেখানে উপস্থিত হয়ে  এখানকার  পালস পোলিও বুথের মহিলা কর্মী চম্পা কুন্ডুর উপর অশ্লীল ভাষায় কথা বলতে থাকে।  এমনকি তাকে সকলের সামনে বাজে মেয়ে বলেও সম্বোধন করে এবং বলা হয় কাউন্সিলর কাজে কোন অসুবিধা করলে তাকে এই কাছ থেকে সরিয়ে দেওয়া হবে । এরপর চলে সেখানেই চম্পা কুন্ডুর সাথে কাউন্সিলরের জোর তর্ক বিতর্ক । এর ফলে নাকি কিছুক্ষণের জন্য পালস পোলিও খাওয়ানো থমকে যায় ।
পরবর্তীতে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক পাল এর কাছে খবর গেলে সঙ্গে সঙ্গে পৌরপতি ৭  নম্বর ওয়ার্ডের কমিশনার অমিত দেবগুপ্ত এবং পৌরসভার কর্মীদের কে সাথে নিয়ে ঘটনাস্থলে চলে আসেন এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  এদিকে পালস পোলিও বুথের কর্মী চম্পা কুন্ডু ১৩  নং ওয়ার্ডের কমিশনার মঞ্জুরি দত্তদামের বিরুদ্ধে অভিযোগ করে  বলেন আজ পোলিও ডিউটি চলাকালীন অবস্থায় যেভাবে তাকে  কাউন্সিলর হেনস্তা করেছে এবং অশ্লীল ভাষায় উক্তি করা হয়েছে তা নজিরবিহীন ।
সভ্য সমাজে এই ধরনের জঘন্য কাজ কেউ করতে পারে না।  কাউন্সিলরের বিরুদ্ধে আরো অভিযোগ করে চম্পা কুন্ডু বলেন,  কাউন্সিলর এর দল না করলে তাকে সব দিক দিয়ে বঞ্চিত করা হবে বলে কাউন্সিলর তাকে হুমকিও দেয় । এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন , পালস পোলিও ডিউটি চলাকালীন যেভাবে ১৩  নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরি দত্ত দাম পৌরসভার স্বাস্থ্য কর্মী চম্পা কুন্ডুর সাথে অন্যায় ভাবে দুর্ব্যবহার করলো তা খুবই নিন্দনীয় ঘটনা । পৌরপতি হিসেবে তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন ১৩  নং ওয়ার্ডের কমিশনার মঞ্জুরি দত্ত দামের এর বিরুদ্ধে এমন ধরনের অভিযোগ তিনি ১৩ নং ওয়ার্ড  এর বাসিন্দাদের কাছ থেকে আরো অনেক পেয়েছেন।  

পৌরপতি জানান , গণতান্ত্রিক দেশে এই ধরনের অগণতান্ত্রিক কাজ করা ঠিক নয় একজন কাউন্সিলরের।  ওয়ার্ডের সকলকে সমান ভাবে গুরুত্ব দেয়া উচিত । পৌরপতি আরো বলেন তিনি সমগ্র কালিয়াগঞ্জ এর বাসিন্দাদের কোন ক্ষেত্রেই বঞ্চিত করেন না  পৌরসভার  বিভিন্ন সুযোগ সুবিধা থেকে । এক্ষেত্রে শুধু ব্যতিক্রমী ১৩  নম্বর ওয়ার্ডের কমিশনার।  এদিকে এ ব্যাপারে টেলিফোনে এই প্রতিবেদক ১৩  নং ওয়ার্ডের কমিশনার মঞ্জুরি দত্তদামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে টেলিফোনে পাওয়া যায়নি ফলে তার প্রতিক্রিয়া নেওয়া হয় নি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর