ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

অসম মন্ত্রীসভায় পদত্যাগ অগপের তিন মন্ত্রীর

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯ ২০ ০৮ ৪২  

মন্ত্রী অতুল বরা,কেশব মহন্ত ও ফণীভুষণ চৌধুরী

মন্ত্রী অতুল বরা,কেশব মহন্ত ও ফণীভুষণ চৌধুরী

গুয়াহাটি  প্রতিনিধি

নাগরিকত্ব  বিলের বিরোধীতায় অবশেষে আনুষ্ঠানিকভাবে অসম মন্ত্রীসভা থেকে পদত্যাগ অগপ দলের তিন মন্ত্রীর । জাতি রক্ষার স্বার্থে আমি জনগণের সঙ্গে থাকিব  বলে জানান সদ্য ইস্তফা দেওয়া মন্ত্রী অতুল বরা। কেন্দ্রের নাছোড়বান্দার সিদ্ধান্তের কারণে আমি পদত্যাগ করিলাম বলে সাংবাদিকদের জানান  কেশব মহন্ত। মূখ‍্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অবশেষে পদত্যাগ পত্র দাখিল করেন মন্ত্রী অতুল বরা,কেশব মহন্ত ও ফণীভুষণ চৌধুরীয়ে ।  একই সঙ্গে বিভিন্ন নিগমের চেয়ারম্যান সহ অন্যান্য পদ থেকে পদত্যাগ দিয়েছেন , মনোজ শইকিয়া , রমেন্দ্রনারায়ণ কলিতা , প্রবীন হাজিরিকা , পোন্যাকন বরুয়া , কমলা কলিতা , এবং বুবুল দাস ।  মন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর অতুল বরা ও তাঁর সহযোগীরা সোজা চলে যান আসুর দফতরে ।  সেখানে বৈঠক করেন সমুজ্জ্বল ভট্টাচর্য সহ ছাত্র সংগঠনটির অন্যান্য সদস্যরা সঙ্গে । 

অগপ নেতারা আসুকে জানিয়েছেন এবার থেকে তাঁরা ঠিক আগের মত ছাত্র সংগঠনটির সঙ্গে হাত মিলিয়ে আন্দোলন করবেন ।  মুখ্যমন্ত্রী সর্বসনন্দ সনোয়ালের হাতে  পদত্যাগপত্র তুলে দিয়ে অগপ সভাপতি  তথা মন্ত্রী  অতুল বরা বলেন নাগরিকত্ব  বিল নিয়ে আমজনতার পাশেই আছে দল এবং থাকবেও । তবে বিল যাতে লকসভায় গৃহীত না হয় সেটা মাথায় রেখে শুরু থেকে চেষ্টার কোনও ক্রটি রাখা হয়নি ।  শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই অব্যাহত রাখা হয়েছিল । কিন্ত এই ইস্যুতে বিজেপির অনড় অবস্থানের জন্য পদত্যাগ দিতে হল ।  মন্ত্রী  অতুল বরা বলেন বিলের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন চলছে । সেই পরিস্থিতিতে আমজনতির পাশে দাঁড়ানো ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না ।  আমাদের হাতে ।  অগপ কার্যকারী সভাপতি তথা মন্ত্রী  কেশব মহন্ত বলেন বিলর বিরোধিতা জেডি (ইউ ) তৃণমূল কংগ্রেস , এবং শিবসেনার , সমর্থন পাওয়া গেছে ।  আর যারজন্য আমরা কৃতজ্ঞ।  একই সঙ্গে বিলের বিরুদ্ধিতা দলের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান ।  তিনি অন্যদিকে বিধায়ক রমেন্দ্রনারায়ণ কলিতা বলেন বিল নিয়ে বিজেপি যদি অনড় থাকে তাহলে ভবিষ্যতে তাদের সঙ্গে মিত্রতাৎ যাবে না অগপ দল

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর