ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা

শঙ্কর গুপ্ত

প্রকাশিত: ২৭ মে ২০১৯ ১৭ ০৫ ০৫  

এবছর উচ্চমাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মধুরিমা দত্ত। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। তার বাবা রেবতী দত্ত একজন সামান্য ব্যবসায়ী ও তার মা সুজাতা দত্ত গৃহবধূ। ছোটবেলা থেকেই মধুরিমার সঙ্গীতের প্রতি আকৃষ্ট । তাই উচ্চমাধ্যমিকে ও তার সাবজেক্ট গুলোর মধ্যে সংগীত বিষয় ছিল। হবেনাই বা কেন তার বাড়িতে যে রাজ্যের মধ্যে অষ্টম স্থান দখল করার পর মধুরিমা তার প্রতিক্রিয়া জানায় ভালো ফল আশা করেছিলাম কিন্তু এত ভালো ফল হবে তা কখনো আশা করিনি.। ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছা তার রয়েছে। সে জানায় পড়াশোনায় তা নির্দিষ্ট কোন টাইম ছিলোনা যখন ইচ্ছা হত বই নিয়ে বসে পড়তো.। মধুরিমা আরো জানায় তার এই সাফল্যের পিছনে তার বাবা মা র যেমন অবদান রয়েছে তেমনি স্কুলের শিক্ষক-দের এবং গৃহশিক্ষকদের অবদান যথেষ্ট। তার বক্তব্য আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের প্রতি, যে তারা যেন পড়াশোনা টাকে ভালবেসে পড়াশোনা করে । জোর করে নয় । তবে সাফল্যের চূড়ায় উঠতে পারা যাবে। এদিন তার এই সাফল্য পাওয়ার পর কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলে যেমন তাকে ঘিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে বান্ধবীদের মধ্যে ছিল উৎসাহ এবং চলে মিষ্টিমুখ করার পালা তেমনি আজ এই খুশির খবর জানতে পেরে সরাসরি কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল চলে আসেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পৌতি কাত্তিক চন্দ্র পাল এবং কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়। তারাও মধুরিমা দত্ত র আগামী দিনের সাফল্য কামনা করে তাকে পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করায়। এদিন পার্বতী সুন্দরী হাই স্কুলের অন্যান্য সফল কৃতি ছাত্রদেরও তারা সংবর্ধনা জানায়। অপরদিকে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা জানান তার স্কুলের অভাবনীয় সাফল্যে তিনি খুব খুশি।

সংগীতের পরিবেশ রয়েছে। এমন অবস্থায় দাঁড়িয়ে মধুরিমা এবার উচ্চমাধ্যমিকে সংগীত বিষয়ে একশোর মধ্যে একশ নম্বর পেয়েছে। মধুরিমার অন্যান্য যে সমস্ত বিষয়ে নম্বর পেয়েছে তাতে ইংরেজিতে ৯০ সংগীতে ১০০ ভূগোলে ৯৭ ফিলোসফিতে ৯৮ ইকোনমিক্স ৯৬ এবং বাংলায় ৯৭ . মোট নম্বর পেয়েছে ৪৮৮ ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর