ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

অনুষ্ঠিত হল গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র

মোঃ ইজাজ আহামেদ

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫ ১৮ ০৬ ৩২   আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৮ ০৬ ৩২

অনুষ্ঠিত হল গুণীজন সংবর্ধনা ও  বিশেষ আলোচনা চক্র
মোঃ ইজাজ আহামেদ

ব্যারাকপুর, ২রা আগস্ট ২০২৫: নব ব্যারাকপুরে ২রা আগস্ট আম্বেদকর কালচারাল কলেজ, নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন ও নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটির পরিচালনায়  বাবাসাহেব আম্বেদকর সহ গুরুচাঁদ ঠাকুর, গৌতম বুদ্ধ, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, কাজী নজরুল ইসলাম, কৃত্তিবাস ওঝা, রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সমীরেশ্বর ব্রহ্মচারী।  উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বামী অত্রদানন্দ, ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী,  ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস, ডঃ দীপা দাস, অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মন্ডল, জয়া বসু, দেবিকা বন্দ্যোপাধ্যায়, লীলাবতী বিশ্বাস এবং আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস। বক্তব্য রাখেন বিধায়ক এবং দলিত সাহিত্য একাডেমীর সভাপতি বিখ্যাত সাহিত্যিক মনোরঞ্জন বেপারী ও দলিত সাহিত্য একাডেমীর সহ-সভাপতি ডক্টর আশিস হীরা, অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মন্ডল - রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, অধ্যক্ষ ইন্দ্রমোহন মন্ডল,  ডক্টর প্রীতি রায় -  অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়, ডক্টর শেখ কামাল উদ্দিন -  অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ কলেজ, ডাক্তার শ্যামল বিশ্বাস (সিএমওএইচ), অশোক দাস - সভাপতি ভারতীয় দলিত সাহিত্য একাডেমী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি,  অধ্যাপক দীপক বিশ্বাস, অধ্যাপক পঙ্কজ মন্ডল, আচার্য মনোরঞ্জন হালদার। সংগীত পরিবেশন করেন ইয়াসিন শেখ লোকসংগীত শিল্পী, বাউল গনেশ চন্দ্র রায় । কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী জয়া বসু , দেবিকা বন্দোপাধ্যায়, মনিন্দ্র হালদার, মনোজিৎ মল্লিক, স্বপন নাথ, অত্রি চক্রবর্তী, ফিরোজা বেগম, সিরাজুল ইসলাম ঢালী, ইউসুফ মল্লিক, প্রতিভার সন্ধানে পত্রিকার সম্পাদক  ইউসুফ মোল্লা, বিকাশ রঞ্জন বর, বিমল পোদ্দার ডক্টর প্রতাপ রঞ্জন হাজরা , ডক্টর নিশীদ রঞ্জন দাস, অধ্যাপক কানাইলাল বিশ্বাস,  ডক্টর কৌশিক হালদার, মাসুদ রেজা,  ডক্টর শাহনওয়াজ খান, মল্লিকা রায়, দশমিক পলাশ, সাংবাদিক ব্যোমকেশ মজুমদার প্রমুখ। এদিন প্রায় দুই শতাধিক গুণীজন উপস্থিত ছিলেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর