আলোর সন্ধানে মাসিক পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভা
আলোর সন্ধানে মাসিক পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভা
নিজস্ব প্রতিবেদক
স্বরূপনগর: উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী-গোবিন্দপুর মুখার্জিমোড়ে অবস্থিত "আলোর সন্ধানে পত্রিকার অফিস গৃহে ২৪শে আগস্ট ২০২৫ রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বর্ণাঢ্য সাহিত্যসভা অনুষ্ঠিত হয়। উক্ত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নূপুর দাস মহাশয়া। উপস্থিত অতিথিদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিয়ে আলোকপাত করেন কবি কাজল দত্ত মহাশয়। তাঁর তথ্য ভিত্তিক আলোচনায় উপস্থিত কবি সাহিত্যিকেরা মুগ্ধ। কবি জাসমিন সুলতানা আলোচনার শিরোনাম ছিল 'বাংলাভাষা ও বিদ্যাসাগর'। তিনি চর্যাপদ থেকে শুরু করে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং বর্তমান যুগের উপর বিস্তারিত আলোকপাত করেন এবং কবির বিদ্যাসাগরের মৌলিক রচনা নিয়ে অসাধারণ আলোচনায় উপস্থিত কবি সাহিত্যিকগণ মুগ্ধ হন।
আলোর সন্ধানে পত্রিকার সহসম্পাদক সরবত আলি মণ্ডল ও সম্পাদক আনারুল হক আগামী ২০২৬ নববর্ষ সংখ্যা প্রকাশ নিয়ে আলোচনা করেন।
প্রকাশিত হয় আলোর সন্ধানে মাসিক পত্রিকার চতুর্থ বর্ষ তৃতীয় সংখ্যা ও সাইদুর রহমান রচিত নাটক 'চেতনার দিশারী'।
কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী ও সঞ্চালিকা শিউলি সরকার, সম্পাদিকা মেঘছায়া সরকার। স্বরচিত কবিতা মাঠে অংশগ্রহণ করেন শিউলি সরকার, কাকলি হালদার, জাসমিন সুলতানা, সুপ্রিয়া বর, আনারুল হক, নূপুর দাস,কাজল দত্ত, সরবত আলি মণ্ডল, মাকফুর রহমান, মোহাম্মদ রেজাউল মন্ডল, জয়দেব বিশ্বাস, সাইদুর রহমান, রাজেশ সরকার, সিকান্দার আলি মোহর আলি মণ্ডল, খালেক পাড় প্রমুখ কবি সাহিত্যিক। গল্প পাঠ করেন উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মাকফুর রহমান।
০৯:৩৬ পিএম, ২৪ আগস্ট ২০২৫ রোববার
অনুষ্ঠিত হল গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
অনুষ্ঠিত হল গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
মোঃ ইজাজ আহামেদ
ব্যারাকপুর, ২রা আগস্ট ২০২৫: নব ব্যারাকপুরে ২রা আগস্ট আম্বেদকর কালচারাল কলেজ, নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন ও নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটির পরিচালনায় বাবাসাহেব আম্বেদকর সহ গুরুচাঁদ ঠাকুর, গৌতম বুদ্ধ, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, কাজী নজরুল ইসলাম, কৃত্তিবাস ওঝা, রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সমীরেশ্বর ব্রহ্মচারী। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বামী অত্রদানন্দ, ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী, ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস, ডঃ দীপা দাস, অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মন্ডল, জয়া বসু, দেবিকা বন্দ্যোপাধ্যায়, লীলাবতী বিশ্বাস এবং আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস। বক্তব্য রাখেন বিধায়ক এবং দলিত সাহিত্য একাডেমীর সভাপতি বিখ্যাত সাহিত্যিক মনোরঞ্জন বেপারী ও দলিত সাহিত্য একাডেমীর সহ-সভাপতি ডক্টর আশিস হীরা, অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মন্ডল - রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, অধ্যক্ষ ইন্দ্রমোহন মন্ডল, ডক্টর প্রীতি রায় - অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়, ডক্টর শেখ কামাল উদ্দিন - অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ কলেজ, ডাক্তার শ্যামল বিশ্বাস (সিএমওএইচ), অশোক দাস - সভাপতি ভারতীয় দলিত সাহিত্য একাডেমী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, অধ্যাপক দীপক বিশ্বাস, অধ্যাপক পঙ্কজ মন্ডল, আচার্য মনোরঞ্জন হালদার। সংগীত পরিবেশন করেন ইয়াসিন শেখ লোকসংগীত শিল্পী, বাউল গনেশ চন্দ্র রায় । কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী জয়া বসু , দেবিকা বন্দোপাধ্যায়, মনিন্দ্র হালদার, মনোজিৎ মল্লিক, স্বপন নাথ, অত্রি চক্রবর্তী, ফিরোজা বেগম, সিরাজুল ইসলাম ঢালী, ইউসুফ মল্লিক, প্রতিভার সন্ধানে পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা, বিকাশ রঞ্জন বর, বিমল পোদ্দার ডক্টর প্রতাপ রঞ্জন হাজরা , ডক্টর নিশীদ রঞ্জন দাস, অধ্যাপক কানাইলাল বিশ্বাস, ডক্টর কৌশিক হালদার, মাসুদ রেজা, ডক্টর শাহনওয়াজ খান, মল্লিকা রায়, দশমিক পলাশ, সাংবাদিক ব্যোমকেশ মজুমদার প্রমুখ। এদিন প্রায় দুই শতাধিক গুণীজন উপস্থিত ছিলেন।
০৬:৪৩ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার
প্রয়াত কথাসহিত্যিক এস এম নিজামুদ্দীন মহাশয়ের স্মরণ সভা
প্রয়াত শিক্ষাবিদ, কবি ও কথাসহিত্যিক এস এম নিজামুদ্দীন মহাশয়ের স্মরণ সভা
মোঃ ইজাজ আহামেদ
জঙ্গিপুর, ১৯ জুলাই ২০২৫: ১৯ জুলাই বিকেল ৩টা নাগাদ বরজে গুলবাগ একাডেমিতে অনুষ্ঠিত হল প্রয়াত শিক্ষাবিদ, কবি ও কথাসহিত্যিক এস এম নিজামুদ্দীন মহাশয়ের স্মরণ সভা। উপস্থিত ছিলেন প্রাবন্ধিক কাজী আমিনুল ইসলাম, কবি রীনা কংশাবণিক, অধ্যাপক নূরুল মোর্তোজা, কবি আবদুস সালাম, সত্যদর্পণ পত্রিকার সম্পাদক রাজেশ শেখ, রংধনু পত্রিকার সম্পাদক জয়নুল আবেদীন, ইট পত্রিকার সম্পাদক আবু সামাদ, স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা'র সম্পাদক তথা কবি ও লেখক মোঃ ইজাজ আহামেদ। উল্লেখ্য ৯ জুলাই সাহিত্যিক এস এম নিজামুদ্দীন ইহলোক ত্যাগ করেন। তাঁর জন্ম ১লা জানুয়ারি ১৯৪৭ সালে। দারিদ্র্যতাকে হার মানিয়ে জীবনযুদ্ধে বিজয়ী একজন সৈনিক ও শিক্ষাদরদী একজন মানুষ ছিলেন এই কবি ও লেখক। শিক্ষা প্রসারের জন্য নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন গুলবার্গ অ্যাকাডেমি। অ্যাকাডেমি পরিচালনার পাশাপাশি নিরলসভাবে সাহিত্যচর্চা চালিয়ে যান। তাঁর লেখনীর মূল উপজীব্য বিষয় ছিল মেহনতী ও অবহেলিত মানুষের আলেখ্য তুলে ধরা। তাঁর কয়েকটি প্রকাশিত গ্রন্থ জীবনের রঙ বদল, আলোকবর্তিকা, শিকড়ের খোঁজে, ফেরারি আসামি'র দিনলিপি ইত্যাদি।
০৮:২২ এএম, ২০ জুলাই ২০২৫ রোববার
অনুষ্ঠিত হলো প্রমীলা ও নজরুল ইসলাম স্মৃতিচারণা অনুষ্ঠান
দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হলো প্রমীলা ও নজরুল ইসলাম স্মৃতিচারণা অনুষ্ঠান
মোঃ ইজাজ আহামেদ
চুরুলিয়া: গত ৩০শে জুন এবং ১লা জুলাই দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের, কবিতীর্থ চুরুলিয়ার আয়োজনে কবি পত্নী প্রমিলা ও কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণা উপলক্ষে সাংস্কৃতিক উৎসব ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক, নৃত্যশিল্পী, সংগীত শিল্পী, সম্পাদক, দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন-এর প্রধান উপদেষ্টা কাজী আলী রেজা, সভাপতি দিলীপ বিশ্বাস ও সম্পাদক সোনালী কাজী সহ প্রায় ২০০ জন গুণীজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন সোনালী কাজী ও লীলাবতী বিশ্বাস। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল গবেষক ডক্টর প্রহ্লাদ রায় কাজী নজরুল সম্পর্কে আলোকপাত করেন।
তিনি বলেন নজরুল ইসলাম দলিত, শোষিত অর্থনৈতিকভাবে দরিদ্র এবং ধর্মীয়ভাবে নিষ্পেষিত অবহেলিত সম্প্রদায়ের জন্য যা করে গেছেন তা আজও প্রাসঙ্গিক। উপস্থিতদের অনেকেই একক এবং সমবেত সংগীত, নৃত্য পরিবেশন করেন। সোনালী কাজী সংগীতে ও আলোচনায় প্রমিলাদেবী এবং তার দাদু কাজী নজরুলকে বিশেষভাবে স্মরণ করেন ।সভাপতি দিলীপ বিশ্বাস বলেন, " নজরুল ইসলাম এতদিন নানা কারণে এবং সরকার এবং সাহিত্য জগতের বিশেষ চাপে সঠিকভাবে মূল্যায়ন হননি।" ১লা জুলাই ২০২৫ সকাল ৮ ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সকলে প্রমিলা দেবীর সমাধিক্ষেত্রে এবং কাজী নজরুলের সমাধিক্ষেত্রে মর্যাদা সহকারে বস্ত্র চড়িয়ে দেন, পুষ্পার্ঘ নিবেদন, সংগীত এবং কবিতা পরিবেশিত করেন। সকাল দশটায় কবিতা উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি বরুণ চক্রবর্তী। তিনি বলেন যে কাজী নজরুল ইসলাম অল্প সময়ের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে লিখেছেন সেগুলো আরও বেশি করে লোকের কাছে পৌঁছে দিতে হবে। এই কাজে কাজী রেজাউল করিম বিশেষ ভূমিকা পালন করেছেন । বর্তমানে সোনালী কাজই এই কাজ করে চলেছেন, সঙ্গ দিচ্ছেন দিলীপ বিশ্বাস সহ অনেকেই। আম্বেদকর কালচারাল কলেজের সভাপতি এবং বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস কাজী নজরুল সম্পর্কে আরও অনেক নতুন তথ্য তুলে ধরেন। তিনি কাজী নজরুলকে শুধু বিদ্রোহী কবি হিসাবে ভাবেন না, তার কছে কাজী নজরুল একাধারে প্রেমিক কবি সাম্যবাদী কবি মানুষের। তিনি আরো বলেন যে কবি কাজী নজরুল ইসলামের কলমে ধর্মের বিরুদ্ধে কিছু বলেনি, বলছে ধর্মের নামে চালিয়ে দেওয়া অমানবিক এবং প্রতারণা বিরুদ্ধে। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ডাক্তার এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সম্পাদক হাসিবুর রহমান সহ অনেকে। সকল কবিদের রেজাউল করিম কবি সম্মানা, শিল্পী ও সমাজসেবকদেরকে দোলনচাঁপা রত্ন সম্মান দেওয়া হয়। পাঁচজন বিশিষ্ট মহিলাকে কবি পত্নী প্রমিলা সম্মানে ভূষিত করা হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের ছাতা এবং স্থানীয় মেয়েদের শাড়ি বিতরণ করা হয়।
০৭:২২ পিএম, ৯ জুলাই ২০২৫ বুধবার
মুর্শিদাবাদে উদযাপিত হল ২৬৯ তম শহিদ দিবস
মুর্শিদাবাদে উদযাপিত হল ২৬৯ তম শহিদ দিবস
নিজস্ব প্রতিবেদক
খোশবাগ: অবিভক্ত বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু দিবস উপলক্ষ্যে গত ৩রা জুলাই ২০২৫ বৃহস্পতিবার মুর্শিদাবাদের খোশবাগে নবাবের পারিবারিক সমাধিক্ষেত্র নিকটে সাড়ম্বরে উদযাপিত হল শোকাহত শহীদ দিবস। আজ থেকে ২৬৮ বছর পূর্বে ওই দিন মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সাথে এক প্রহসন যুদ্ধে পরাজিত হয় নবাবের সুসজ্জিত সামরিক বাহিনী। এই যুদ্ধে পরাজয়ের মূল হোতা ছিল শেষ নবাবের আত্মীয় তথা প্রধান সেনাপতি মীর জাফর ও তার কিছু বেইমান সভাসদ। বন্ধি হন নবাব সিরাজউদ্দৌলা। পরবর্তীতে অপমানজনকভাবে তাকে মীর জাফরের পুত্র মীর মিরনের নেতৃত্বে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয় তার ক্ষতবিক্ষত লাশ সারা মুর্শিদাবাদ শহরে। নবাব সিরাজের মৃত্যু দিয়েই অস্তমিত হয় ভারতবর্ষের স্বাধীনতা সূর্য।
দিনটিকে স্বরণে রাখতে মুর্শিদাবাদের সিরাজউদ্দৌলা স্মরণ সমিতি আয়োজন করে এই স্মরণ সভার। দিনের প্রথম দিকেই সমাধি স্থলে মাল্য দান করেন সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস সহ অনেকেই। সাথে যোগ দেয় নারকেল বাড়ি মুনলাইট ইনস্টিটিউশনের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। পরবর্তীতে অনুষ্ঠিত হয় নবাবের স্মৃতির উদ্দেশ্যে বক্তব্য ও কবিতা পাঠের অনুষ্ঠান। বক্তব্য রাখেন সমিতির সম্পাদক বিপ্লব বিশ্বাস ও অন্যান্য গুণী ব্যক্তিরা যেমন আলিমুজ্জামান, হাসিবুর রহমান, শিক্ষক কাদির আলি, সুব্রত মণ্ডল, সামসুল হালসানা, ইমরুল কাঈস, উত্তম ঘোষ, হারাধন গাঙ্গুলি প্রমুখ। সকল বক্তার বক্তব্যে তুলে ধরা হয় দিনটির প্রকৃত গুরুত্বকে। অঙ্গীকার করা হয় প্রতি বছরই দিনটিকে আরও বিস্তরভাবে পালন করার।
অনুষ্ঠানটিতে নবাব সিরাজউদ্দৌলার স্মৃতির উদ্দেশ্যে স্বরচিত কবিতা পাঠ করে শোনান কবি ও সাহিত্যিক রেজাউল করিম, দ্বিভাষিক কবি ও সাহিত্যিক ইমদাদুল ইসলাম, সুপ্রীতি বিশ্বাস , সমরেন্দ্র ভট্টাচার্য সহ শিশু শিল্পী আনান বিশ্বাস।
০৫:১৫ পিএম, ৪ জুলাই ২০২৫ শুক্রবার
বৈশাখী - জ্যৈষ্ঠ অনুষ্ঠান
বৈশাখী - জ্যৈষ্ঠ অনুষ্ঠান
মোঃ ইজাজ আহামেদ
বোলপুর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে দোলকচাঁপা কাজী নজরুল ফাউন্ডেশন প্রকৃতিত্ব চুরুলিয়া আম্বেদকর কালচারাল কলেজ এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পরিচালনায় বোলপুর শান্তিনিকেতনে অনুষ্ঠিত হল বৈশাখী - জৈষ্ঠ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আচার্য পদ্মশ্রী রতন কাহা এছাড়াও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন প্রকৃত চুরুলিয়ার সম্পাদক সোনালি কাজী। আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস। আম্বেদকর কালচারাল কলেজের সভাপতি অপূর্ব কুমার বিশ্বাস। নিখিল ভারত সাহিত্য সম্মেলনের সম্পাদক ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী সহ বহু গুণী মানুষজন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সাত জনকে বিশ্বকবি শান্তি সম্মান এবং সাতজনকে কাজী নজরুল সাহিত্য সম্বন্ধে ভূষিত করা হয়। ১৫ ই মে সন্ধে ছটা থেকে রাত ১০ টা পর্যন্ত বোলপুর যুব আবাসে মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৬ই মে (পহেলা জ্যৈষ্ঠ ১৪৩২ সাল) সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠান শুরু হয় বিশ্বভারতির ক্যাম্পাসে।
০৯:০৩ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
কলকাতা: ১৪ এপ্রিল বাবাসাহেব ড. বি আর আম্বেদকর স্মরণে কলকাতার মৌলালীর রাজ্য যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলে অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের পরিচালনায় সারাদিনব্যাপী গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র। এদিন সকাল ১০টা নাগাদ সভার উদ্বোধন করা হয় গাছে জল দিয়ে এবং ১৫ জন বিশিষ্টজনের টর্চ লাইটের আলোয় দূষণ মুক্ত ও নীরোগ পৃথিবীর কামনা করে। এদিন বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয় বিভিন্ন সন্মাননা - 'আম্বেদকর সমাজ আচার্য' ১৫ জনকে, 'আম্বেদকর স্মৃতি স্বর্ণপদক' ১৭ জনকে, গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ণপদক ৭ জনকে, গুরুচাঁদ স্মৃতি স্বর্ণপদক ১০ জনকে, 'কাজী নজরুল ইসলাম স্মৃতি স্বর্ণপদক' ১২ জনকে, 'মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক' ১২ জনকে, 'কৃত্তিবাস স্মৃতি স্বর্ণপদক' ১০ জনকে, 'সমাজ রত্ন' ৩৫ জনকে, 'সাহিত্যিক রত্ন' ১৬ জনকে, 'কবি রত্ন' ১৮ জনকে, 'সাংবাদিক রত্ন' ১০ জনকে, 'শিল্পী রত্ন' ১৫ জনকে এবং 'শ্রেষ্ঠ সমাজ সেবক' ৭ জনকে। উপস্থিত কয়েকজন সন্মাননা প্রাপকগণ: - কাজী নজরুল ইসলাম স্মৃতি স্বর্ণপদক পান কবি মোঃ ইজাজ আহামেদ, সমাজ রত্ন পান এইচ এম রিয়াজুল হক, মোহাম্মাদ আলিউল হক সহিত্যিক রত্ন পান সত্যজিৎ সেন, সৈয়দ শীষমহাম্মদ, মুহা আকমল হোসেন, সামসুদ্দিন বিশ্বাস, , কবি রত্ন পান আয়েশা সিদ্দিকা, সুলতানা পারভিন, আলী সোহরাব, অরিন্দম চট্টোপাধ্যায়, সৈয়দ সোফিয়া নওয়াজ, প্রিয়াংকা নিয়োগী, সাংবাদিক রত্ন পান সইদুল ইসলাম, হামিম হোসেন মণ্ডল প্রমুখ। উপস্থিত সকল গুণীজনদের উক্ত সন্মাননাগুলি দিয়ে ভূষিত করা হয়। তেরটি বিভাগে মোট ১৭০ জন গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, নমঃশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য, সায়েদা বেগম, ডঃ গোপাল ক্ষেত্রী, স্বামী সর্বসুখানন্দ, স্বামী অচ্যুদানন্দ, দীপা দাস, ব্রহ্মকুমারী পিঙ্কি, আচার্য পৃথ্বীরাজ সেন, আচার্য অরূপ মিত্র, পদ্মশ্রী রতন কাহার, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, নূরনবী জমাদার, দেবকন্যা সেন, ডঃ সমীর শীল, মনোরঞ্জন মন্ডল, যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রীতিকুমার রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোস্তাক আহমেদ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রহল্লাদ রায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনুরাধা বিশ্বাস, ডাঃ হাসিবুর রহমান চৌধুরী, দানবীর অমর চাঁদ কুন্ডু, সুখেন মজুমদার, বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী নির্মল কুমার মাজি, অধ্যাপক ডঃ আশীষ সানা, ডঃ প্রহল্লাদ রায়, আইআইটিয়ান বিষ্ণুপদ টিকাদার, ডঃ সুশান্ত কুমার মন্ডল, ডাঃ মঞ্জুশ্রী সরকার বসু, ডঃ চন্দ্র শেখর বাগ, কবি ও আইএএস সত্যজিৎ সেন, বিডিও এইচ এম রিয়াজুল হক, কবি ও সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, কবি ও সম্পাদক মোঃ ইজাজ আহামেদ, কবি আব্দুল করিম, কবি প্রিয়াঙ্কা নিয়োগী, কবি ও অধ্যাপক বিশ্বনাথ সাহা, কবি আয়েশা সিদ্দিকা, কবি সুলতানা পারভিন, কবি সৈয়দ সোফিয়া নওয়াজ, কবি সৈয়দ শীষমহাম্মদ, কবি ও সাংবাদিক হামিম হোসেন মণ্ডল, কবি সামসুদ্দিন বিশ্বাস, কবি ও সম্পাদক মুহা আকমাল হোসেন, কবি ও সম্পাদক মোহাম্মাদ আলিউল হক, কবি ও সম্পাদক আলী সোহরাব, সাংবাদিক গোপাল দেবনাথ, সাংবাদিক সইদুল ইসলাম প্রমুখ। স্বাগত ভাষণ দেন অনুষ্ঠান ও কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস।
০৮:১০ এএম, ২৩ এপ্রিল ২০২৫ বুধবার
অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
কলকাতা: ১৪ এপ্রিল বাবাসাহেব ড. বি আর আম্বেদকর স্মরণে কলকাতার মৌলালীর রাজ্য যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলে অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের পরিচালনায় সারাদিনব্যাপী গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র। এদিন সকাল ১০টা নাগাদ সভার উদ্বোধন করা হয় গাছে জল দিয়ে এবং ১৫ জন বিশিষ্টজনের টর্চ লাইটের আলোয় দূষণ মুক্ত ও নীরোগ পৃথিবীর কামনা করে। এদিন বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয় বিভিন্ন সন্মাননা - 'আম্বেদকর সমাজ আচার্য' ১৫ জনকে, 'আম্বেদকর স্মৃতি স্বর্ণপদক' ১৭ জনকে, গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ণপদক ৭ জনকে, গুরুচাঁদ স্মৃতি স্বর্ণপদক ১০ জনকে, 'কাজী নজরুল ইসলাম স্মৃতি স্বর্ণপদক' ১২ জনকে, 'মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক' ১২ জনকে, 'কৃত্তিবাস স্মৃতি স্বর্ণপদক' ১০ জনকে, 'সমাজ রত্ন' ৩৫ জনকে, 'সাহিত্যিক রত্ন' ১৬ জনকে, 'কবি রত্ন' ১৮ জনকে, 'সাংবাদিক রত্ন' ১০ জনকে, 'শিল্পী রত্ন' ১৫ জনকে এবং 'শ্রেষ্ঠ সমাজ সেবক' ৭ জনকে। উপস্থিত কয়েকজন সন্মাননা প্রাপকগণ: - কাজী নজরুল ইসলাম স্মৃতি স্বর্ণপদক পান কবি মোঃ ইজাজ আহামেদ, সমাজ রত্ন পান এইচ এম রিয়াজুল হক, মোহাম্মাদ আলিউল হক সহিত্যিক রত্ন পান সত্যজিৎ সেন, সৈয়দ শীষমহাম্মদ, মুহা আকমল হোসেন, সামসুদ্দিন বিশ্বাস, , কবি রত্ন পান আয়েশা সিদ্দিকা, সুলতানা পারভিন, আলী সোহরাব, অরিন্দম চট্টোপাধ্যায়, সৈয়দ সোফিয়া নওয়াজ, প্রিয়াংকা নিয়োগী, সাংবাদিক রত্ন পান সইদুল ইসলাম, হামিম হোসেন মণ্ডল প্রমুখ। উপস্থিত সকল গুণীজনদের উক্ত সন্মাননাগুলি দিয়ে ভূষিত করা হয়। তেরটি বিভাগে মোট ১৭০ জন গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, নমঃশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য, সায়েদা বেগম, ডঃ গোপাল ক্ষেত্রী, স্বামী সর্বসুখানন্দ, স্বামী অচ্যুদানন্দ, দীপা দাস, ব্রহ্মকুমারী পিঙ্কি, আচার্য পৃথ্বীরাজ সেন, আচার্য অরূপ মিত্র, পদ্মশ্রী রতন কাহার, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, নূরনবী জমাদার, দেবকন্যা সেন, ডঃ সমীর শীল, মনোরঞ্জন মন্ডল, যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রীতিকুমার রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোস্তাক আহমেদ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রহল্লাদ রায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনুরাধা বিশ্বাস, ডাঃ হাসিবুর রহমান চৌধুরী, দানবীর অমর চাঁদ কুন্ডু, সুখেন মজুমদার, বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী নির্মল কুমার মাজি, অধ্যাপক ডঃ আশীষ সানা, ডঃ প্রহল্লাদ রায়, আইআইটিয়ান বিষ্ণুপদ টিকাদার, ডঃ সুশান্ত কুমার মন্ডল, ডাঃ মঞ্জুশ্রী সরকার বসু, ডঃ চন্দ্র শেখর বাগ, কবি ও আইএএস সত্যজিৎ সেন, বিডিও এইচ এম রিয়াজুল হক, কবি ও সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, কবি ও সম্পাদক মোঃ ইজাজ আহামেদ, কবি আব্দুল করিম, কবি প্রিয়াঙ্কা নিয়োগী, কবি ও অধ্যাপক বিশ্বনাথ সাহা, কবি আয়েশা সিদ্দিকা, কবি সুলতানা পারভিন, কবি সৈয়দ সোফিয়া নওয়াজ, কবি সৈয়দ শীষমহাম্মদ, কবি ও সাংবাদিক হামিম হোসেন মণ্ডল, কবি সামসুদ্দিন বিশ্বাস, কবি ও সম্পাদক মুহা আকমাল হোসেন, কবি ও সম্পাদক মোহাম্মাদ আলিউল হক, কবি ও সম্পাদক আলী সোহরাব, সাংবাদিক গোপাল দেবনাথ, সাংবাদিক সইদুল ইসলাম প্রমুখ। স্বাগত ভাষণ দেন অনুষ্ঠান ও কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস।
০৮:০৭ এএম, ২৩ এপ্রিল ২০২৫ বুধবার
দিনদর্পণ পত্রিকার সাহিত্য সম্মেলন ও কবিতা সংকলন প্রকাশ
দিনদর্পণ পত্রিকার সাহিত্য সম্মেলন ও কবিতা সংকলন প্রকাশ
মোঃ ইজাজ আহামেদ
কলকাতা: ২২ ডিসেম্বর রবিবার দৈনিক দিনদর্পণ পত্রিকার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো কলকাতার ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে সাহিত্য সম্মেলন। এদিন চারশো কবির কবিতা সংকলন প্রকাশিত হয় এবং উপস্থিত অতিথি, কবি, লেখক ও সাংবাদিকদেরকে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা প্রাবন্ধিক সৈয়দ তানভীর নাসরীন, দিনদর্পণ পত্রিকার পৃষ্ঠপোষক সেখ মুহাম্মদ এব্রাহিম গোরা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সামসুদ্দিন মন্ডল, কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী সাহাবুদ্দিন সরদার, পত্রিকার সম্পাদক মণ্ডলী মহসীন খান, জামিল খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ জাহির আব্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও লেখক আবু রাইহান। কবিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. এমদাদ হোসেন, মোঃ ইজাজ আহামেদ, আশিকুল আলম বিশ্বাস, আব্দুল মালেক, উমর ফারুক ইমদাদুল ইসলাম, রফিকুজ্জামান খান, সুলতানা পারভীন, সুরাইয়া পারভীন, মহম্মদ মফিজুল ইসলাম, স্বাগতা সান্যাল, আব্দুস সামাদ, মোফাক হোসেন, সোমনাথ কর, নূর আহমেদ প্রমুখ। এদিন সম্পাদক ও অতিথিদের বক্তব্য এবং কবিদের কবিতা পাঠে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে। উপস্থিত ব্যক্তিগণ অনুষ্ঠানটির এবং পত্রিকার কবিতার সংকলনের উদ্যোগ-এর ভূয়সী প্রশংসা করেন।
১১:২৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার
মুর্শিদাবাদের লালবাগে অনুষ্ঠিত হল বই প্রকাশ ও সাহিত্য আড্ডা
মুর্শিদাবাদের লালবাগে অনুষ্ঠিত হল বই প্রকাশ ও সাহিত্য আড্ডা
মুর্শিদাবাদ: ২০শে অক্টোবর রবিবার অনুষ্টিত হল এক বর্ণাঢ্য সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী মুর্শিদাবাদের লালবাগ সিংঘী হাই স্কুলের হল ঘরে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক সেখ জাহির আব্বাস। এখানে তার হাতে মোড়ক উম্মোচন হয় মুর্শিদাবাদের দ্বিভাষিক কবি ও সম্পাদক ইমদাদুল ইসলাম সম্পাদিত 'আধুনিক কাব্যকথা' যৌথ কাব্যগ্রন্থটির। উপস্থিত ছিলেন ভারত-বাংলাদেশের একঝাঁক কবি, সাহিত্যিক ও শিল্পী। পরিবেশিত হয় সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি ও গান।
অনুষ্ঠানটিতে যারা উপস্থিত ছিলেন তারা হলেন অধ্যাপক ও কবি সেখ জাহির আব্বাস, যৌথ কাব্যগ্রন্থটির সম্পাদক, হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও কবি আনোয়ার হোসেন সিদ্দিকী,কবি ও প্রাবন্ধিক আশিকুল আলম বিশ্বাস, কবি ও প্রাবন্ধিক আবদুস সালাম, দ্বিভাষিক কবি মোঃ ইজাজ আহামেদ, কবি গোলাম কাদের, কবি মোঃ মুরসালিন হক, কবি রাফিকুজ্জামান খান, দ্বিভাষিক কবি অমর সিং, কবি আলিউল হক, কবি পুষ্পক মণ্ডল, কবি মীর শাহানাজ, কবি সাহাবুল ইসলাম ও বাংলাদেশ থেকে আগত কবি অলি সোহরব, কবি সেলিম আফতাব, কবি সুকুমার দাস প্রমুখ।
০৯:২২ এএম, ২১ অক্টোবর ২০২৪ সোমবার
সোনারপুরে প্রতিভা সন্ধানে পত্রিকার সাহিত্য অনুষ্ঠান
সোনারপুরে প্রতিভা সন্ধানে পত্রিকার সাহিত্য অনুষ্ঠান
মোঃ ইজাজ আহামেদ
কলকাতা: গত ২৮শে সেপ্টেম্বর ২০২৪ প্রতিভা সন্ধানে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার ২৪ বর্ষ তৃতীয় সংখ্যাটি সাবিত্রী বাই ফুলে ও শেখ ফতিমা সংখ্যা হিসাবে প্রকাশিত হল সোনারপুরের শান্তি সংসদ পাঠাগারে। এদিন সংখ্যা প্রকাশের পাশাপাশি প্রতিভা সন্ধানে পত্রিকার আজীবন সদস্য ও পত্রিকা কমিটির সভাপতি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী ডঃ শশধর পুরকাইতের স্মরণ সভাও পালন করা হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক কবি- সাহিত্যিক-সাংবাদিক উপস্থিত হন বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার শ্রীমন্ত কুমার মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আব্দুল রশিদ মোল্লা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক সুচিব চক্রবর্তী এবং শিশু সাহিত্যিক, বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক আব্দুল করিম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি পশুপতি বিশ্বাস। এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ডলি চ্যাটার্জি ও তাপসী প্রামানিক। উপস্থিত ছিলেন ডক্টর সিরাজুল ইসলাম ঢালী, আন্তর্জাতিক আমার ভারত পত্রিকার সম্পাদক শাকিল আহমেদ প্রমূখ ব্যক্তিগণ।
কবিতা পাঠ, বক্তব্য ও সঙ্গীতে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে।
০৪:৩৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪ রোববার
`আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা`র সাহিত্য সম্মেলন-২০২৪
অনুষ্ঠিত হলো 'আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা'র
সাহিত্য সম্মেলন-২০২৪
মোঃ ইজাজ আহামেদ
কলকাতা: ১৬ সেপ্টেম্বর কলকাতা'য় নলিনী গুহ সভাঘরে অনুষ্ঠিত হলো 'আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা'র সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা।
স্বনামধন্য কবি ও শিশু সাহিত্য ছড়াকার আব্দুল করিম-এর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত লেখক, গবেষক, উপাচার্য ড. পবিত্র সরকার, বিশ্বের সবচেয়ে বেশি বইয়ের লেখক পৃথ্বীরাজ সেন, সাহিত্যিক শক্তিপদ গঙ্গোপাধ্যায়, বাংলাদেশ থেকে আগত কবি আবু কাওছার, , কবি ও প্রাবন্ধিক আশিকুল আলম বিশ্বাস, কবি ও সম্পাদক সৈয়দ শীষ মোহাম্মদ, সম্পাদক সৈয়দ মিনহাজ হোসেইন আল-হূসেইনী, কবি অরবিন্দ সরকার, কবি হান্নান বিশ্বাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
পশ্চিমবঙ্গ আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে এবং বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্তরের চারশোরও বেশি কবি, সাহিত্যিক, শিক্ষক, সাহিত্য সংগঠক, সমাজকর্মীও বিভিন্ন স্তরে সমাজসেবীগণ উপস্থিত ছিলেন। এই মঞ্চে 'আন্তর্জাতিক আমার ভারত সমাজরত্ন' বিশেষ সম্মানায় সংবর্ধিত করা হয় কাদেরী টাইমস পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ মিনহাজ হোসেইন আল-হূসেইনীকে,
পুরস্কারটি তুলে দেন বিশ্বের সর্বাধিক বই লেখক সাহিত্যিক পৃথ্বীরাজ সেন ও কবি - সাংবাদিক আবু কাওছার।
সমগ্র অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তুলতে পত্রিকার সম্পাদক সাকিল আহমেদ, সোহেল আকতার, সায়ন দাস শামীম মল্লিক, দীপ মণ্ডল, শামসাদ বেগম, বিশ্বনাথ ভট্টাচার্য, সৈয়দ শীষ মোহাম্মদ, হান্নান বিশ্বাস সহ সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। প্রায় ২০০ জন বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। উপস্থিত সকল কবি, সাহিত্যিক, সংগঠক ও সাহিত্য কর্মীদের সম্মানিত করা হয় মেমেন্ট ও উত্তরিও দিয়ে।
অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সুপ্রিয়া ঘোষ।
১০:১৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
মিল্লি আলামীন কলেজে অনুষ্টিত হল কারবালার বার্তা শীর্ষক সর্ব ধর্ম সেমিনার
মিল্লি আলামীন কলেজে অনুষ্টিত হল কারবালার বার্তা শীর্ষক সর্ব ধর্ম সেমিনার
মোঃ ইজাজ আহামেদ
কলকাতা, ১৮ আগস্ট: আলোর দিশা সোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশান ও নূরুল ইসলাম একাডেমীর যৌথ প্রায়াসে কলকাতা মিল্লি আলামীন কলেজের অডিটরিয়ামে সর্ব ধর্ম গুণীজনের সমাবেশে একটি সেমিনার "ম্যাসেজ অফ কারবালা" অনুষ্টিত হলো। শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নয়ন সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও পূবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, মওলানা আজাদ কলেজের আরবী বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ শাহ মুস্তাফা মুরসেদ জামাল আল কাদেরী, বৌদ্ধ ধর্মগুরু ভেন বুদ্ধারক্ষিতা, কলকাতা হাইকোর্টের আইনজীবী জগী প্রতিক মজুমদার, মেদিনীপুর রাজা আকদাসের সৈয়দ শাহ মুতারসিদ আলী আল কাদরী, রয়েড স্ট্রিট জমা মসজিদে পেশ এমাম মওলানা সাব্বির আলী মিশবাহী, আল মুস্তাফা বিশ্ববিদ্যালয় ইরানের প্রাক্তন অধ্যাপক ও নূরুল ইসলাম একাডেমীর প্রেসিডেন্ট মওলানা ড. রিজওয়ানু সালাম খান, কাদরী টাইমস পত্রিকার সম্পাদক সৈয়দ মিনহাজ আল হুসেইনী, 'সত্যের পথে' পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ, গোলাম মোস্তফা পাবলিক ইস্কুলের কর্ণধার মহঃ জাহাঙ্গীর।
প্রত্যেকেই হজরত এমাম হোসেইন (আঃ) এর মহৎ আদর্শ ও ন্যায় দৃষ্টি, কারবালার প্রান্তরে যে অন্যান্য ও হিংসার বিরুদ্ধে প্রতিরোধ করে সপরিবার শহীদ হন করবলার তপ্ত ভূমিতে তা আলোকপাত করেন।এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভালোবাসা মানববন্ধনের আলোচনা হয়। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিততিতে এই মনোজ্ঞ সেমিনারে 'সত্যের পথে' পত্রিকার প্রকাশ হয়। অনুষ্ঠানের শেষে জেলা থেকে আগত অর্ধশতাধিক ব্যক্তিদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। পরিশেষে শান্তি সম্প্রীতি বিশ্ব শান্তি জন্য বিশেষ প্রার্থনা করেন অধ্যাপক ড. সৈয়দ শাহ মুস্তাফা মুরসেদ জামাল আল কাদেরী সহ উপস্থিত সকলে।
০২:৪৮ পিএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার
অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সাহিত্য জগৎ- এর সাহিত্য সভা মোঃ ইজাজ আহামেদ
আন্তর্জাতিক সাহিত্য জগৎ- এর সাহিত্য সম্মেলন
মোঃ ইজাজ আহামেদ
৪ঠা আগস্ট, ২০২৪, কলকাতা: শিয়ালদহ-এর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে আন্তর্জাতিক সাহিত্য জগৎ এর পরিচালনায় সাহিত্য সম্মেলন, প্রতিষ্ঠা দিবস পালন, কবি সম্মান প্রদান, ও বই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রধান অতিথির আসন অলংকৃত করেন অরূপ প্রান্তী, বিশেষ অতিথিবৃন্দ ছিলেন হাজারী লাল সরকার (বিশিষ্ট আইনজীবী), নিরুপম আচার্য (ভাঙ্গড় কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ) প্রদীপ ঘোষ (বেতার ও দূরদর্শন খ্যাত শিল্পী)। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাহিত্য জগৎ-এর প্রতিষ্ঠাতা কবি সত্যজিৎকুমার আড়ি সভাপতি কবি মহাদেব পাত্র (অতিথি), সম্পাদক নিতাই চন্দ্র দাস, সহ সম্পাদক কমলেশ বিশ্বাস, আহবায়ক মোঃ মুরসালিন হক ও রাখি পাইক সমন্বয়ের সাধক প্রীতি সরদার ও অপর্ণা নাথ সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত কবিগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিতাই চন্দ্র দাস ও দীননাথ গোলদার। আপ্যায়নে ছিলেন বিকাশ চন্দ্র রজক ও মফিজুল ইসলাম, মনোজ ঠাকুর, নীলকমল গাঙ্গুলি। কবিদের কবিতা পাঠ ও বক্তব্যে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। এদিন সাহিত্য জগতের সংখ্যা প্রকাশ করা হয় ও কবি - লেখকদের পুরস্কারও প্রদান করা হয়।
০৯:৩২ এএম, ৭ আগস্ট ২০২৪ বুধবার
সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকা আয়োজিত সংকলন প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা
সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকা আয়োজিত 'অমর কথা' সংকলন প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা
মোঃ ইজাজ আহামেদ
কলকাতা, ২৩শে জুন ২০২৪: গতকাল ২৩শে জুন রবিবার শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে মহাসমারোহে অনুষ্ঠিত হলো সৃষ্টিসুধা সাহিত্য পত্রিকা আয়োজিত "অমর কথা" যৌথ সংকলন প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা। উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের আয়োজক ও সংকলনের সম্পাদক দীপঙ্কর বর্মন, সহ সম্পাদক মোঃ মুরসালিন হক। এই সংকলনে কলম ধরেছেন মোঃ ইজাজ আহামেদ, আবদুস সালাম, ইমদাদুল ইসলাম, আব্দুল মালেক, প্রণব শিকদার, উমর ফারুক, দেবাশীষ ব্যানার্জী, গার্গী সরকার, মল্লিকা চক্রবর্তী, দেবাশীষ সেনগুপ্ত, সুবল চন্দ্র দাস, রাফিকুজ্জামান খান, সংকলনের সম্পাদক ও সহ সম্পাদক সহ ১০৩ জন কবি। অনুষ্ঠানের যুগ্ম সভাপতির আসন অলংকৃত করেন যথাক্রমে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের প্রোজ্জ্বল রায় চৌধুরী ও দীনবন্ধু ঘোষ মহাশয়। সঞ্চালকের ভূমিকায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক লুতুব আলী। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক সুকুমার পয়রা, বিশিষ্ট অতিথিবর্গরা ছিলেন কবি ও অভিননেতা দেবাশীষ ব্যানার্জি, বাতায়ন পত্রিকার সম্পাদক বরুণ ব্যানার্জি, কবি অর্পিতা কামিল্যা। উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক মফিজুল ইসলাম,কবি রাফিকুজ্জামান খাঁন, কবি রাখি পাইক, কবি প্রণব শিকদার, কবি সুবীর দাস, কবি সুব্রত পৈড়া, কবি প্রীতি সরদার, কবি অশোক মন্ডল, কবি ইন্দ্রাণী চৌধুরী, কবি সমীর কুমার ভৌমিক, কবি অরুনিমা চ্যাটার্জি,কবি মল্লিকা চক্রবর্তী, কবি স্বপন পাইক সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কবিদের সন্মাননা প্রদান করা হয়। কবিদের কবিতা পাঠ ও বক্তব্যে সভা বেশ মুখরিত হয়ে ওঠে।
০৩:৫৭ পিএম, ২৪ জুন ২০২৪ সোমবার
নবাবের শহরে পলাশী দিবস উপলক্ষে সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
মুর্শিদাবাদ, ২৩শে জুন: আজ রবিবার ২৩শে জুন পলাশী দিবস উপলক্ষে নবারুণ পত্রিকা আয়োজিত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে সন্মান জানাতে নবাব সিরাজউদ্দৌলা সংখ্যা প্রকাশ, সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক ওয়াসেফ মঞ্জিলের সামনে হাওয়া মহলে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন মুর্শিদাবাদের নবাব সৈয়দ রেজা আলী মির্জা। প্রধান অতিথির আসন অলংকৃত করেন শিক্ষাবিদ খলিলুর রহমান। অতিথি ছিলেন সাংবাদিক অপূর্ব কুমার সেন, কবি মোঃ ইজাজ আহামেদ, অরবিন্দ সরকার, শিল্পী সুশান্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সৈয়দ শীষমহাম্মদ, সহ সম্পাদক হামিম হোসেন মণ্ডল, সভাপতি সহিদুল ইসলাম বিশ্বাস, কবি হান্নান বিশ্বাস, কবি আব্দুল মালেক, কবি উমর ফারুক, কবি অরবিন্দ, কবি আমেদ আলী, কবি ও সাংবাদিক আবিদ আলি, কবি একলাচ মন্ডল, কবি কাকলী বিশ্বাস সরকার, কবি নূরজাহান বেগম, কবি লুৎফা মণ্ডল মীর, কবি বিধান চন্দ্র বিশ্বাস, সহিত্যিক মুকুল মিয়া, কবি সাহাজামাল, কবি রেক্সনা পারভীন প্রমুখ কবি ও সাহিত্যিকগণ। এদিন নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সম্মাননা ২০২৪ প্রদান করা হয় সৈয়দ নবাব রেজা আলী মির্জাকে (সমাজ ও সংস্কৃতি ব্যক্তিত্ব), অপূর্ব কুমার সেনকে (রাজ্য স্তরের প্রবীণ সাংবাদিক), অনল আবেদীনকে (রাজ্য স্তরের সাংবাদিক) খলিলুর রহমানকে (বিশিষ্ট শিক্ষাবিদ)। উপস্থিত কবি-লেখকগণ স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্যে সম্মেলন মুখরিত হয়ে উঠে।
০৯:০০ পিএম, ২৩ জুন ২০২৪ রোববার
নবাবের শহরে পলাশী দিবস উপলক্ষে সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
মুর্শিদাবাদ, ২৩শে জুন: আজ রবিবার ২৩শে জুন পলাশী দিবস উপলক্ষে নবারুণ পত্রিকা আয়োজিত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে সন্মান জানাতে নবাব সিরাজউদ্দৌলা সংখ্যা প্রকাশ, সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক ওয়াসেফ মঞ্জিলের সামনে হাওয়া মহলে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন মুর্শিদাবাদের নবাব সৈয়দ রেজা আলী মির্জা। প্রধান অতিথির আসন অলংকৃত করেন শিক্ষাবিদ খলিলুর রহমান। অতিথি ছিলেন সাংবাদিক অপূর্ব কুমার সেন, কবি মোঃ ইজাজ আহামেদ, অরবিন্দ সরকার, শিল্পী সুশান্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সৈয়দ শীষমহাম্মদ, সহ সম্পাদক হামিম হোসেন মণ্ডল, সভাপতি সহিদুল ইসলাম বিশ্বাস, কবি হান্নান বিশ্বাস, কবি আব্দুল মালেক, কবি উমর ফারুক, কবি অরবিন্দ, কবি আমেদ আলী, কবি ও সাংবাদিক আবিদ আলি, কবি একলাচ মন্ডল, কবি কাকলী বিশ্বাস সরকার, কবি নূরজাহান বেগম, কবি লুৎফা মণ্ডল মীর, কবি বিধান চন্দ্র বিশ্বাস, সহিত্যিক মুকুল মিয়া, কবি সাহাজামাল, কবি রেক্সনা পারভীন প্রমুখ কবি ও সাহিত্যিকগণ। এদিন নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সম্মাননা ২০২৪ প্রদান করা হয় সৈয়দ নবাব রেজা আলী মির্জাকে (সমাজ ও সংস্কৃতি ব্যক্তিত্ব), অপূর্ব কুমার সেনকে (রাজ্য স্তরের প্রবীণ সাংবাদিক), অনল আবেদীনকে (রাজ্য স্তরের সাংবাদিক) খলিলুর রহমানকে (বিশিষ্ট শিক্ষাবিদ)। উপস্থিত কবি-লেখকগণ স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্যে সম্মেলন মুখরিত হয়ে উঠে।
০৯:০০ পিএম, ২৩ জুন ২০২৪ রোববার
বন্যা পরিস্থিতি দেখতে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রহিম বক্সি
১১:৩৫ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার
৮৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস চাঁচলের অলিহন্ডাতে।
মালদহের চাঁচল ১ ব্লকের অলিহন্ডা গ্ৰাম পঞ্চায়েতের কয়েকটি গ্ৰামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরন হলো। বেশ উৎসাহ ও উদ্দামে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে অলিহন্ডা থেকে দেবীগঞ্জ গ্ৰাম পর্যন্ত কয়েক কিলোমিটার পি এম জি পি রাস্তাটির সাড়াইয়ের শুভ শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন ও মালদা জেলা পরিষদ সদস্য মহম্মদ সামিউল ইসলাম।
১০:০২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে মাটি কাটার কাজ
০৪:২৭ এএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
উনুনের আগুন থেকে অগ্নিকান্ড চাঞ্চল্য এলাকা জুড়ে
০৮:৪৬ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার
উনুনের আগুন থেকে অগ্নিকান্ড চাঞ্চল্য এলাকা জুড়ে
০৮:৪৪ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার
গ্রামে পানীয় জলের সমস্যা,টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মালদায়
১১:৪৭ এএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
- সাগরদিঘীতে পুলিশের জালে দুই মাদক পাচারকারী, উদ্ধার গাঁজা।
- অস্ত্র পাচারচক্রের হদিস, পুলিশের জালে তিন দুষ্কৃতী সহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- কালিয়াচক তিন নম্বর ব্লকে নতুন নেতৃত্ব, আসন্ন ভোটে নতুন সমীকরণ
- উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের উত্তরসূরি কে? সংসদ ভবনে ভোটগ্রহণ চলছে! এনডিএ এবং ‘ইন্ডিয়া’, কার পক্ষে কত ভোট
- জন্মদিনে অন্যরকম উদযাপন, সমাজসেবায় ব্যস্ত টলিউড অভিনেত্রী পায়েল সরকার।
- Poems
- Poem - Whispers from the Wood
- Poems
- বাংলা ভাষাভাষীদের উপর বৈষম্যের প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চের কর্মসূচি রঘুনাথগঞ্জে
- মালদায় এসটিএফ-এর ধাক্কা, বৈষ্ণবনগর থেকে উদ্ধার ২১ লক্ষ টাকার জালনোট
- হুমকি শ্রীরূপার, SIR না হলে বাংলায় হবে না ভোট
- মানসিক স্বাস্থ্য ও স্মার্টফোন আসক্তি নিয়ে বিশেষ অডিও-ভিসুয়্যাল শিবির বানারহাট হিন্দি কলেজে
- বুর্বন থানার এলাকায় দুঃসাহসিক ছিনতাই, এক অভিযুক্ত গ্রেপ্তার, লুট হওয়া সামগ্রী উদ্ধার
- সামসেরগঞ্জে গাঁজা পাচারকাণ্ডে চাঞ্চল্য, নাবালকসহ গ্রেপ্তার ৫
- পুলিশ দিবস: কালিয়াচক থানার দেড়শো বছর পূর্তি উদযাপন
- বিদুৎ পরিষেবার দাবিতে ফারাক্কর এএনটিপিসি গেটে বিক্ষোভ
- পুলিশ দিবসে আইসি সুব্রত ঘোষকে সম্মান জানালো মেরিলিবন ক্লাব ও তৃণমূল ছাত্র পরিষদ।
- ন্যাশনাল ফিট ইন্ডিয়া মিশন কালিয়াচক কলেজে
- ন্যাশনাল ফিট ইন্ডিয়া মিশন কালিয়াচক কলেজে
- ভুবনেশ্বরে ফের দুষ্কৃতীদের হামলা, গুরুতর জখম মুর্শিদাবাদের আট পরিযায়ী শ্রমিক
- ফরাক্কায় মৎস্যজীবীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
- ফেসবুকে আর্তনাদ, পুলিশের তৎপরতায় ভুটান থেকে ঘরে ফিরলেন পাঁচ শ্রমিক
- মানবিক উদ্যোগে মহেশপুরে ত্রিপল বিতরণ করলেন সমাজসেবী সুনীল চৌধুরী।
- জঙ্গিপুর সাইবার পুলিশের বড় সাফল্য: অনলাইন প্রতারণা চক্রের গ্রেফতার চার
- করহার বাড়ালে ধ্বংস হবে গ্রামীণ কুটিরশিল্প,“৪০% জিএসটির বিরুদ্ধে সর্বদলীয় মঞ্চ, অরঙ্গাবাদে সরব শ্রমিক-নেতৃত্ব
- বিধানসভা ভোটের আগে জঙ্গিপুরে সাংগঠনিক রদবদলের ইঙ্গিত
- সক্রিয় নজরদারি নেই, লোকপুরে বাড়ছে চুরির প্রবণতা
- বেলডাঙায় আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেফতার
- উত্তম বারিকের হাতে পতাকা তুলে নিলেন ৬০ পরিবার
পটাশপুরে বিজেপি ছাড়লেন ৬০ পরিবার, তৃণমূলে যোগ দিলেন উত্তম বারিকের হাত ধরে - উত্তম বারিকের হাতে পতাকা তুলে নিলেন ৬০ পরিবার
পটাশপুরে বিজেপি ছাড়লেন ৬০ পরিবার, তৃণমূলে যোগ দিলেন উত্তম বারিকের হাত ধরে
- Poems
- Poems
- বাংলা ভাষাভাষীদের উপর বৈষম্যের প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চের কর্মসূচি রঘুনাথগঞ্জে
- উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের উত্তরসূরি কে? সংসদ ভবনে ভোটগ্রহণ চলছে! এনডিএ এবং ‘ইন্ডিয়া’, কার পক্ষে কত ভোট
- Poem - Whispers from the Wood
- জন্মদিনে অন্যরকম উদযাপন, সমাজসেবায় ব্যস্ত টলিউড অভিনেত্রী পায়েল সরকার।
- কালিয়াচক তিন নম্বর ব্লকে নতুন নেতৃত্ব, আসন্ন ভোটে নতুন সমীকরণ
- অস্ত্র পাচারচক্রের হদিস, পুলিশের জালে তিন দুষ্কৃতী সহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- সাগরদিঘীতে পুলিশের জালে দুই মাদক পাচারকারী, উদ্ধার গাঁজা।