ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৪ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

৮৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস চাঁচলের অলিহন্ডাতে।

আব্দুল রাজীব

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩ ২২ ১০ ০২   আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ২২ ১০ ০২

শনিবার  মালদহের চাঁচল ১ ব্লকের অলিহন্ডা গ্ৰাম পঞ্চায়েতের কয়েকটি গ্ৰামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরন হলো। বেশ  উৎসাহ ও উদ্দামে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে অলিহন্ডা থেকে দেবীগঞ্জ গ্ৰাম পর্যন্ত  কয়েক কিলোমিটার পি এম জি পি রাস্তাটির  সাড়াইয়ের শুভ শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন ও মালদা জেলা পরিষদ সদস্য মহম্মদ সামিউল ইসলাম।রাস্তাটির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৮৫ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভগ্ন ও বেহাল অবস্থায় পরে ছিল।রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে প্রথমে অতিথিদের বরন করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদা জেলা পরিষদ সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন , জেলা পরিষদ সদস্য মহম্মদ সামিউল ইসলাম, চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন, এডভোকেট গোলাম মোস্তফা কামাল ইনতাজ হোসেন, মেহেবুব আলম রাজু, । সকলেই তৃনমূল সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।বক্তব্য রাখতে গিয়ে  মালদা জেলা পরিষদ সদস্য মহম্মদ সামিউল ইসলাম বলেন পঞ্চায়েত নির্বাচনে উন্নয়নের উপর ভড় করে তৃনমূল ব্যাপক ফল করবে। তিনি আরো বলেন শুধু এই রাস্তা নয়, দিকে দিকে এই সরকারের উন্নয়নমূলক কাজ চলছে। তার দাবি এক উন্নততর পশ্চিমবঙ্গ কেবল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃনমূল সরকারই দিতে পারে। তিনি পূর্বের বাম সরকারের অনুয়ন্নন ও বঞ্চনার কথাও তার বক্তব্যে তুলে ধরেন।অনুষ্ঠান শেষে আগত অতিথিসহ প্রায় 500 মানুষের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য মহম্মদ সামিউল ইসলাম কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর