ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সাহিত্য জগৎ- এর সাহিত্য সভা মোঃ ইজাজ আহামেদ

মোঃ ইজাজ আহামেদ

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৪ ০৯ ০৯ ৫৮  

আন্তর্জাতিক সাহিত্য জগৎ- এর সাহিত্য সম্মেলন 
মোঃ ইজাজ আহামেদ 

৪ঠা আগস্ট, ২০২৪, কলকাতা:  শিয়ালদহ-এর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে আন্তর্জাতিক সাহিত্য জগৎ এর পরিচালনায় সাহিত্য সম্মেলন, প্রতিষ্ঠা দিবস পালন, কবি সম্মান প্রদান, ও বই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল।  প্রধান অতিথির আসন অলংকৃত করেন অরূপ প্রান্তী, বিশেষ অতিথিবৃন্দ ছিলেন হাজারী লাল সরকার (বিশিষ্ট আইনজীবী), নিরুপম আচার্য (ভাঙ্গড় কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ) প্রদীপ ঘোষ (বেতার ও দূরদর্শন খ্যাত শিল্পী)। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাহিত্য জগৎ-এর প্রতিষ্ঠাতা কবি সত্যজিৎকুমার আড়ি  সভাপতি কবি মহাদেব পাত্র (অতিথি), সম্পাদক নিতাই চন্দ্র দাস, সহ সম্পাদক  কমলেশ বিশ্বাস,  আহবায়ক মোঃ মুরসালিন হক ও রাখি পাইক সমন্বয়ের সাধক প্রীতি সরদার ও অপর্ণা নাথ সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত কবিগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিতাই চন্দ্র দাস ও দীননাথ গোলদার। আপ্যায়নে ছিলেন বিকাশ চন্দ্র রজক  ও মফিজুল ইসলাম, মনোজ ঠাকুর, নীলকমল গাঙ্গুলি। কবিদের কবিতা পাঠ ও বক্তব্যে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। এদিন সাহিত্য জগতের সংখ্যা প্রকাশ করা হয় ও কবি - লেখকদের পুরস্কারও প্রদান করা হয়। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর