ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

উনুনের আগুন থেকে অগ্নিকান্ড চাঞ্চল্য এলাকা জুড়ে

পার্থ ঝা,মানিকচক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ ২০ ০৮ ০৯  

মানিকচক;দুপুরের খাওয়ার রান্না করতে গিয়ে হঠাৎ অগ্নিকান্ড।আগুনে পুরল ঘরের আসবাবপত্র খাদ্য সামগ্রী সহ নগদ টাকা।আহত এক বৃদ্ধ।ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছরিয়ে পরে মালদার মানিকচকের কামালপুর সেখপাড়া এলাকায়।জানা গেছে,সেখ রিয়াজুল কর্মসূএে মানিকচকে ছিলেন।দুপুরের খাবার রান্না করছিলেন তারই মা আজবুন বেওয়া(৬০)।সেই সময় উনুনের  পাশে থাকা পাটখরিতে হঠাৎ আগুন ধরে যায়।মুহূর্তের মধ্যেয় আগুন ছরিয়ে পরে গোটা ঘরে।প্রানে বাঁচতে বাড়ির ছাদ থেকে অন্য ছাদে ঝাঁপ দেয় বৃদ্ধ মহিলাটি ফলে আহত হয়।আগুনের তীব্র গ্রাসে পুড়ে যায় আসবাবপত্র,খাদ্য সামগ্রী সহ নগদ টাকা বলে জানা গেছে।চিৎকার শুনে ছুটে এসে আগুন নিভানোর কাজে হাতে  লাগায় স্থানীয় লোকেরা।কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এদিকে আহত মহিলাকে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর