ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

আদানি কান্ডে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল সিউড়ীতে

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯ ০৭ ৫৬   আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯ ০৭ ৫৬

আদানি কান্ডে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল সিউড়ীতে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আদানির হাতে দেশের সমস্ত সম্পদ তথা দেশ বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ তুলে যুব কংগ্রেস।সেই প্রেক্ষিতে মঙ্গলবার বীরভূম জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল সংগঠিত করা হয় সিউড়ি শহর জুড়ে।সংগঠনের অভিযোগ,বর্তমানে মোদি সরকার যে আদানীর হাতে ৯০০ কোটি ডলার ঋণ তুলে দিয়েছে । দিনের পর দিন ভারতবর্ষটাকে বেচতে চলেছে মোদি সরকার। যারফলে আদানিদের হাতে চলে যাচ্ছে দেশ। ভারতবর্ষের সাধারণ মানুষ দেউলিয়া হয়ে পড়েছে এবং দিনের পর দিন আর্থিক সংকট দেখা দিয়েছে বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন যুব কংগ্রেস নেতৃত্ব।এদিন জাতীয় কংগ্রেসের সিউড়ী কার্যালয় থেকে সুসজ্জিত মিছিল বের করে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় এবং পরে সিউড়ী স্টেট ব্যাংকের সামনে  বিক্ষোভ প্রদর্শন দেখানো হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ও একহাত নেন এদিন বিক্ষোভ মিছিল থেকে।তাদের বক্তব্য ২০১৪ সালের আগে বিশ্বে আদানির নাম ছিল ৬৫৪ নম্বরে।২০১৪ থেকে ২০২২ এর মধ্যে নামের তালিকা হয়েছে ২২ নম্বরে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে তার বাড়বাড়ন্ত।মমতা বিজেপির দূত হিসেবে কাজ করছেন বলে অভিযোগ তোলেন যুব কংগ্রেস নেতা।এছাড়াও বলেন পশ্চিমবাংলার মানুষ বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু বোমা গুলি। দিনের পর দিন যেভাবে বাংলায় মানুষ খুন হয়ে চলেছে, মনে হচ্ছে পশ্চিমবাংলার আইন কানুনের ব্যবস্থা ভেঁঙে পড়েছে । এজন্য অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। আগামী দিনে এই বিষয়ে বীরভূম জেলা যুব কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা যুব কংগ্রেসের সভাপতি নাসিরুল শেখ এবং জেলা ইনচার্জ প্রবীণ মন্ডল, সিউড়ি  যুব কংগ্রেস নেতা আজাদ ইমাম , সাদ্দাম দেওয়ান, জাকির হোসেন প্রমুখ নেতৃত্ব।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর