ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রক্তদান উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান হেলপ ফর ইউ ফাউন্ডেশন l

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ২১   আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ২১

যে কোনও দানই মহৎ কাজ, অন্নহীনে অন্নদান, গৃহহীনকে আশ্রয়দান, তৃষ্ণার্তকে জল দান, সবই পুণ্যের কাজ । কিন্তু মুমূর্ষুকে রক্তদান — এর চাইতে বড় কর্ম এবং ধর্ম আর কিছু নেই । তাই রক্তদানের আরেক নাম জীবনদান । বর্তমানে প্রয়োজনের তুলনায় রক্তের পরিমাণ খুব অল্প । হেলপ ফর ইউ ফাউন্ডেশনের সেক্রেটারী সামিউল আহমেদ বলেন আমাদেরকে  রক্তদানের জন্য আরো প্রচার বাড়াতে হবে । এই কাজে এগিয়ে আসার জন্য মানুষকে সচেতন করতে এবং অনুপ্রাণিত করতে আমাদেরকে আরও বেশি করে সচেষ্ট হতে হবে ।এখন বিভিন্ন ক্লাবে, কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে রক্তদান শিবির হয় যেখানে যুবক যুবতীরা স্বেচ্ছায় এগিয়ে এসে রক্ত দান করেন ।  

অভিনব উদ্যোগ নিয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করল হেলপ ফর ইউ ফাউন্ডেশন। জেলা জুড়ে চলছে রক্তসঙ্কট রক্তের অভাবে সমস্যার মধ্যে পড়ছেন বহু মুমূর্ষু রোগী। নিয়মিত রক্ত না পেয়ে চিকিৎসা ব্যাহত হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের। এমন পরিস্থিতির মধ্যে সামাজিক দায়বদ্ধতার নজির স্থাপন করল হেলপ ফর ইউ ফাউন্ডেশন নামে এক সমাজসেবী প্রতিষ্ঠান । রবিবার  উত্তর লক্ষ্মীপুর, মোথাবাড়ি এলাকার হেসামুদ্দিন মেমোরিয়াল কেজি স্কুলে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন। ১৫০ জন। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবীদের সম্বর্ধনা অনুষ্ঠান ও রক্তদান শিবির I বিশেষ করে করোনা কালে যে সমস্ত মানুষ নিজেদের জীবন উপেক্ষা করে এগিয়ে এসে করোনা যোদ্ধা হিসেবে কাজ করে নিজেদের সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতার পরিচয় দিয়েছেন তাঁদেরকেই উদ্যোক্তারা সম্মানিত করেন। হেল্ফ ফর ইউ ফাউন্ডেশন কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও এদিন শিবিরে রক্তদাতাদের উতসাহিত করতে হাজির ছিলেন। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও।
উপস্থিত ছিলেন হেল্প ফর ইউ ফাউন্ডেশন  President- মানবেন্দ্র দাস  সেক্রেটারী - সামিউল আহমেদ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর